X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়েকে চেপে ধরেছেন বাংলাদেশের বোলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২১, ১৭:৫৭আপডেট : ২২ জুলাই ২০২১, ১৮:০৪

রেগিস চাকাভার বিদায়ের পর পাল্টে যায় দৃশ্যপট। দ্রুত ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। বাংলাদেশের বোলাররা ঘুরে দাঁড়িয়ে চেপে ধরেছে স্বাগতিকদের। ১৬ ওভারে তাদের স্কোর ছিল ৬ উইকেটে ১৩০ রান।

হারারেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চাকাভার ব্যাটে রানে গতি পায় তাদের। তবে এই উইকেটকিপারের বিদায়ের পর ভেঙে পড়ে প্রতিরোধ। তার আউট হওয়ার ৪ বল পর শূন্য হাতে ফিরে যান অধিনায়ক সিকান্দার রাজা। অর্থাৎ, এক ওভারে ২ উইকেট হারায় স্বাগতিকরা। এরপর সৌম্য সরকারের বলে এলবিডাব্লিউ হয়ে মাত্র ৬ রান করে তারিসাই মুসাকান্দা ফিরে গেলে বিপদ বাড়ে।

যদিও একপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে আশা জাগিয়ে যাচ্ছিলেন ডিয়ন মায়ার্স। কিন্তু তিনিও টিকতে পারেননি বেশিক্ষণ। শরিফুল ইসলামের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। বাঁহাতি পেসারের বলে বোল্ড হয়ে ফেরার আগে ২২ বলে ২ বাউন্ডারিতে করেন ৩৫ রান।

রান আউটে থামলো চাকাভা ঝড়

রীতিমতো তাণ্ডব চালাচ্ছিলেন রেগিস চাকাভা। অবশেষে তার ঝড় থামলো রান আউটে। বাংলাদেশের বোলারদের কঠিন পরীক্ষা নিয়ে নুরুল হাসান সোহানের চমৎকার থ্রোতে শেষ হয় চাকাভার ইনিংস। তার বিদায়ের পর জিম্বাবুয়ের স্কোর ছিল ১০.১ ওভারে ৩ উইকেটে ৯১ রান।

হারারের প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ে শুরুতেই উইকেট হারালেও চাকাভার ব্যাটে এগিয়ে যাচ্ছিল দারুণভাবে। মেহেদী হাসানের এক ওভারেই তিনি নেন ১৮ রান। অবশেষে তাকে থামালেন সোহান। উইকেটের পেছন থেকে থ্রো করে অন্যপ্রান্তের স্টাম্পে সরাসরি আঘাত করেন বল। চাকাভা পৌঁছাতে না পারলে শেষ হয় তার ৪৩ রানের ইনিংস।

জিম্বাবুইয়েন উইকেটকিপার ২২ বলে খেলেছেন ৪৩ রানের ইনিংস। ঝড়ো ইনিংসটি তিনি সাজান ৫ বাউন্ডারি ও ২ ছক্কায়। তার বিদায়ে জিম্বাবুয়ে হারায় তৃতীয় উইকেট।

এর্ আগে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। তবে জিম্বাবুয়েকে আটকে রাখা যায়নি। রেগিস চাকাভার ঝড়ো ব্যাটিংয়ে রান বাড়িয়ে নেয় স্বাগতিকরা। এই ব্যাটসম্যানকে না হলেও সাকিব আল হাসান স্বস্তি ফেরান ওয়েসলি মাধেভেরেকে আউট করে।

হারারের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মোস্তাফিজ। এই পেসারের বলে চমৎকার ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার। তাদের মিলিত চেষ্টায় মাত্র ৭ রান করে ফেরেন তাদিওয়ানাশে মারুমানি।

তার বিদায়ের পর দাঁড়িয়ে যায় চাকাভা-মাধেভেরে জুটি। তবে সাকিবের সামনে ভেঙে পড়ে তাদের প্রতিরোধ। বাঁহাতি স্পিনার রিটার্ন ক্যাচে ফেরান মাধেভেরেকে। প্যাভিলিয়নের ফেরার আগে এই ওপেনার ২৩ বলে করেন ২৩ রান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী