X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শামীমের দেখার মতো এক ক্যাচ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০২১, ১৯:৩৮আপডেট : ২২ জুলাই ২০২১, ১৯:৩৮

চাঁদপুরে টিভি টুর্নামেন্ট খেলে পরিচিত পেয়েছিলেন শামীম হোসেন। এরপর বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে শামীম এখন জাতীয় দলে। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়নি, তবে বৃহস্পতিবার হারারেতে বদলি ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন। আর নেমেই দেখার মতো এক ক্যাচ নিয়েছেন যুব বিশ্বকাপজয়ী এই তরুণ।

জন্টি রোডস তার পছন্দের ফিল্ডার, তার মতোই মাঠে ফিল্ডিংয়ে ভুমিকা রেখে যাচ্ছেন শামীম। চাঁদপুর থেকে উঠে আসা এই তরুণ বৃহস্পতিবার ঝাঁপিয়ে পড়ে দূর্দান্ত এক ক্যাচ নিয়ে রায়ান বার্লকে সাজঘরে ফিরিয়েছেন। মোহাম্মদ সাইফউদ্দিনের বলে বার্লের লক্ষ্য ছিল বাউন্ডারি। কিন্তু চিতার গতিতে অনেকটা দৌড়ে এসে শূন্যে ভেসে ঝাঁপিয়ে পড়ে বল তালুতে নেন শামীম। লং অনে তার নেওয়া ক্যাচটি জন্টি রোডসের কথাই যেন মনে করিয়ে দিলো!  

নিজের ফিল্ডিং নিয়ে বাংলা ট্রিবিউনকে দেওয়া এক স্বাক্ষাৎকারে শামীম বলেছিলেন, ‘ছোটবেলা থেকেই আমার ফিল্ডিংয়ের প্রতি আলাদা টান ছিলো। আমি ভালো ফিল্ডিংও করতাম। আসলে ফিল্ডিং উপভোগ না করলে, ভালো ফিল্ডার হওয়া যায় না। আর মন থেকেও চাইতে হবে। অনূর্ধ্ব-১৪ থেকেই ভালো ফিল্ডিং করি। আমি পয়েন্টে ফিল্ডিং করি। জন্টি রোডস আমার প্রিয় ফিল্ডার। তাকে অনুকরণ করার চেষ্টা করি।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসার পর বেশ কয়েকটি টুর্নামেন্ট ও সিরিজে দারুণ ছন্দে ছিলেন শামীম। যেমন আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে ঝড় তুলেছিলেন ব্যাটে। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তো সেরা ফিল্ডার হয়ে মাহমুদউল্লাহর কাছ থেকে ব্যাটই উপহার পেয়েছিলেন। প্রাইম দোলেশ্বরের হয়ে সর্বশেষ ঢাকা লিগে ব্যাট কিংবা বোলিংয়ে খুব একটা সুযোগ না পেলেও ফিল্ডিংয়ে নিজের কাজটা ঠিকই করে গেছেন শামীম। পেয়েছেন সেরা ফিল্ডারের পুরস্কার। এই কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে কুড়ি ওভারের ফরম্যাটে তার ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

প্রসঙ্গত, ৮-৯ বছর বয়সে স্থানীয় টিভি-টুর্নামেন্টে নাম লিখিয়েছিলেন শামীম হোসেন। ঠিকাদারি পেশায় ব্যস্ত বাবা ছেলের ক্রিকেট-প্রেমের কথা জানতেন। কিন্তু অন্য অনেক বাবার মতো বাগড়া দেননি। শুধু শর্ত ছিল পড়া-লেখাটা ঠিকমতো করতে হবে। ক্রিকেটার হয়ে ওঠার পথে বাবার চেয়ে চাচা আনোয়ারের সমর্থনকেই বেশি স্মরণ করেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের এই অলরাউন্ডার। সবসময়ই শামীমের পাশে ছিলেন চাচা। পাশাপাশি চাচাতো ভাইদেরও সহযোগিতা পেয়েছেন। স্থানীয় ক্রিকেটে শামীমের আশাজাগানিয়া পারফরম্যান্স দেখে তারাই তাকে ভর্তি করে দেন ক্লেমন ক্রিকেট একাডেমিতে। সেখান থেকেই শামীমের ঠিকানা হয় দেশের ক্রিকেটের সূতিকাগার বিকেএসপি।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!