X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

হাইতির নিহত প্রেসিডেন্টের শেষকৃত্যেও গুলির শব্দ

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২১, ০৬:১৮আপডেট : ২৪ জুলাই ২০২১, ০৬:১৮
image

দুই সপ্তাহ আগে নিজ বাড়িতে খুন হওয়া হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসির শেষকৃত্যে অনুষ্ঠানে বিঘ্ন ঘটিয়েছে গুলির শব্দ। গুলির শব্দ শোনার পর আগেভাগেই অনুষ্ঠানস্থল ছেড়ে যায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য প্রতিনিধিরা। প্রেসিডেন্টের শেষকৃত্যে অন্যান্যের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী এবং তিন সন্তান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি নিজ বাড়িতে খুন হন। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ জানান, ভোর রাতে একদল ঘাতক প্রেসিডেন্টের বেসরকারি বাসভবনে গুলি করে তাকে হত্যা করে। হামলায় গুরুতর আহত ফার্স্টলেডিকে হাসপাতালে ভর্তি করা হয়। যুক্তরাষ্ট্রের হাসপাতালে চিকিৎসা নেন তিনি।

জোভেনেল মোইসির শেষকৃত্যে তার স্ত্রী বলেন, ‘বিচার চাই। প্রতিশোধ চাই না আমরা বিচার চাই।’ প্রেসিডেন্টের কফিন বহন করে সামরিক বাহিনীর পোশাক পরিহিত ব্যক্তিরা। সাদা ফুলে সজ্জিত কফিন মোড়ানো হয় হাইতির জাতীয় পতাকা দিয়ে। একজন রোমান ক্যাথলিক যাজক শেষকৃত্য পরিচালনা করেন। তবে হাইতিতে চলে আসা অস্থিরতা থেকে বাদ যায়নি এই শেষকৃত্য অনুষ্ঠানও।

শেষকৃত্য অনুষ্ঠানস্থলের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিক্ষোভকারীরা। অনুষ্ঠানস্থলেও পাওয়া গেছে টিয়ার গ্যাসের গন্ধ। তবে কেউ আহত হয়নি বলেও জানা গেছে। বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েন বেশ কয়েক জন কর্মকর্তা। পুলিশ প্রধান লিওন চার্লসকে হত্যাকারী আখ্যা দেন বিক্ষোভকারীরা।

জোভেনেল মোইসিকে হত্যার জন্য একটি গ্রুপকে দায়ী করেছে হাইতির পুলিশ। এই গ্রুপে ২৬ জন কলম্বিয়ার নাগরিক এবং দুই জন হাইতির বংশোদ্ভূত আমেরিকান নাগরিক রয়েছে। এর মধ্যে অন্তত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তিন জন আর এখনও পলাতক রয়েছে আরও পাঁচজন।

২০১৭ সাল থেকে হাইতির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন জোভেনেল মোইসি। দুর্নীতিতে অভিযুক্ত এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
সর্বশেষ খবর
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!