X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের হস্তক্ষেপে শিশু সন্তানসহ শ্বশুরবাড়িতে গেলেন গৃহবধূ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২১, ১৬:৫৯আপডেট : ২৭ জুলাই ২০২১, ১৬:৫৯

পুলিশের হস্তক্ষেপে শিশু সন্তানসহ শ্বশুরবাড়িতে যেতে সক্ষম হয়েছেন এক নারী। এখন শ্বশুরবাড়িতে ভালো আছেন বলেও জানিয়েছেন তিনি। ঘটনাটি চট্টগ্রামের পটিয়া উপজেলার।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই নারীর স্বামী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা। বিয়ের পর স্বামীর সঙ্গে তার বাড়িতে উঠেন তিনি। সেখানে শুরুতে কিছুদিন ভাল গেলেও ধীরে ধীরে শুরু হয় তার ওপর নির্যাতন। তার পরিবারের কাছে নানা রকম প্রত্যাশা তার শ্বশুরবাড়ির মানুষের। বাবা নেই; তাই, সেই প্রত্যাশা পূরণের চেষ্টাও করেছেন তার মা। তারপরও বাড়তে থাকে নির্যাতনের মাত্রা। এক পর্যায়ে নির্যাতন সইতে না পেরে শিশু সন্তানকে নিয়ে তার বিধবা মায়ের কাছে চলে আসতে বাধ্য হন। তার ও সন্তানের ভরণপোষণ বা কোনও খোঁজখবর নিচ্ছিল না তার স্বামী ও স্বামীর পরিবার। পরে বিষয়টি পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে জানান ওই নারী।

বার্তা পেয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং তার স্বামীর কর্মস্থল ও বর্তমান আবাসস্থল চট্টগ্রামের পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদারকে আইনের আলোকে সমস্যাটি সমাধানের উদ্যোগ নিতে নির্দেশ দেয়। গত ১৬ জুলাই পটিয়ার ওসি আন্তরিক উদ্যোগে স্থানীয় ব্যক্তি, জনপ্রতিনিধি ও উভয়পক্ষের উপস্থিতিতে উক্ত নারীকে তার শিশু সন্তানসহ তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন সম্মানের সঙ্গে গ্রহণ করে বাড়িতে নিয়ে যায়।

পটিয়া থানা এবং পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং সোশ্যাল কাউন্সিলিংয়ের মাধ্যমে সে ভুল বোঝাবুঝি দূর হয়েছে। 

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!