X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে রেকর্ড শনাক্তের দিনে আরও ৯ মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুলাই ২০২১, ০৯:৫৩আপডেট : ৩০ জুলাই ২০২১, ০৯:৫৩

টানা তিনদিন সর্বোচ্চ মৃত্যুর পর শুক্রবার (৩০ জুলাই) চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। এদিন করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে মারা যান ৯ জন। তবে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। 

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একদিনে আরও এক হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সর্বোচ্চ এক হাজার ৩১৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। 

এর আগে গত তিনদিনে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫২ জন। মঙ্গলবার চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে সর্বোচ্চ ১৮ জন মারা যান। বুধ ও বৃহস্পতিবার ১৭ জন করে মারা যান।

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, তিনদিন পর মৃত্যু কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৯৫৮ জন মারা গেছেন। 

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে এক হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে চট্টগ্রামে মোট ৮১ হাজার ২১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬০ হাজার ৯০৭ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২০ হাজার ৩১০ জন বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে তিন হাজার ৯২৩টি নমুনা পরীক্ষায় এক হাজার ৪৬৬ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৯০টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৮৫৭টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯৭টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। 

এর মধ্যে চবি ল্যাবে ৯৩ জন, বিআইটিআইডি ল্যাবে ১৪০ জন, চমেক ল্যাবে ১১৭ এবং সিভাসু ল্যাবে ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ৯০১টি অ্যান্টিজেন পরীক্ষায় ৩৫৩ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া আরটিআরএল ল্যাবে ২৮টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। 

অন্যদিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে ২৩৭ টি নমুনা পরীক্ষায় ১০৩ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ২২৩টি নমুনা পরীক্ষায় ৮২জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৪৯টি নমুনা পরীক্ষায় ২৫জন এবং এপিক হেলথ কেয়ারে ৬৮১টি নমুনা পরীক্ষায় ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রামের তিনটি নমুনা পরীক্ষায় কারও শরীরে করোনা শনাক্ত হয়নি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন