প্রথমবারের মতো কলকাতার রূপঙ্কর বাগচির সঙ্গে গাইলেন ঢাকার কণ্ঠশিল্পী আফরোজা মোমেন।
‘তোমায় ছাড়া’ শিরোনামের এই গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি গানটির ভিডিওচিত্রেও দু’জনে অংশ নিয়েছেন। ভিডিওটি চিত্রায়িত হয়েছে কলকাতা, গাজীপুর ও কক্সবাজারে। ওয়ালিদ আহমেদের কথা ও ভিডিও পরিচালনায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন রূপঙ্কর বাগচী।
সাদামাটা প্রোডাকশনের ব্যানারে গানটি মুক্তি পাচ্ছে ১ আগস্ট, বন্ধু দিবসে।
কলকাতা থেকে রূপঙ্কর বাগচী বলেন, ‘বন্ধু দিবস উপলক্ষে বাংলাদেশে আমার দ্বৈত গানটি মুক্তি পাচ্ছে জেনে ভালো লাগছে। আশা করছি, শ্রোতারা গানটি পছন্দ করবেন।’
আফরোজা মোমেন বলেন, ‘পারিবারিকভাবে আমাদের বাসায় গানের চর্চা ছিল। গানের মাঝেই আমার বেড়ে ওঠা। রূপঙ্কর বাগচীর মতো গুণী ও মেধাবী শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত।’
প্রসঙ্গত, কর্মজীবনে চিকিৎসক হলেও আফরোজা মোমেন সংগীত চর্চা করছেন প্রায় একযুগ ধরে। ইতিমধ্যে তার বেশ কয়েকটি গান ও মিউজিক ভিডিও দর্শকপ্রিয়তা পেয়েছে।