X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের এক বছরের নিষেধাজ্ঞা কী বার্তা দেয়?

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২১, ১৫:১২আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৫:১৯

কঠিন শাস্তির কথা শোনা যাচ্ছিল ক্রিকইনফোসহ শ্রীলঙ্কান মিডিয়ায়। শেষ পর্যন্ত তা-ই হলো। জৈব সুরক্ষা বলয় ভাঙায় তিন ক্রিকেটার- দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস ও নিরোশান ডিকবেলাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

গত মাসে ইংল্যান্ড সফরে গিয়ে ডারহামে বায়ো বাবল ভেঙেছিলেন এই তিন ক্রিকেটার। সঙ্গে সঙ্গে তাদের দেশে পাঠিয়ে দেয় শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট। তারপর তাদের শাস্তি নিষিদ্ধ করতে স্বাধীন কমিটি গঠন করা হয়, যারা তদন্ত করে কঠিন শাস্তির সুপারিশ করে এসএলসির কাছে। শ্রীলঙ্কা সুপ্রিম কোর্টের সাবেক বিচারকের নেতৃত্বাধীন কমিটি গুনাথিলাকা ও মেন্ডিসকে দুই বছর ও ডিকবেলাকে ১৮ মাসের নিষেধাজ্ঞার সুপারিশ করে। যদিও এসএলসি তিন ক্রিকেটারকেই এক বছরের জন্য নিষিদ্ধ করেছে।

করোনাভাইরাসের মধ্যেও পুরোদমে চলছে আন্তর্জাতিক ক্রিকেট। জৈব সুরক্ষা বলয় তৈরি করে এগিয়ে নেওয়া হচ্ছে ২২ গজের লড়াই। নিয়মও আছে ভীষণ কড়াকড়ি। কিন্তু শ্রীলঙ্কার এই তিন ক্রিকেটার নিয়মের বেড়াজাল ভেঙে গিয়েছিলেন ডারহাম সিটি সেন্টারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে এসএলসি জানাতে পারে বিষয়টি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ব্রিটেন সরকার এই জায়গায় যেতে বারণ করেছিল সফরকারী দলকে। তা সত্ত্বেও তারা বিধিনিষেধ ভেঙেছেন, যাতে দেশের ভাবমূর্তি নষ্ট করায় বড় শাস্তি শুনেছেন তিন ক্রিকেটার।

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেওয়া এই শাস্তি দৃষ্টান্ত স্থাপন করলো। বায়ো বাবল ভাঙা কত বড় অপরাধ সেটাও দেখিয়ে দিলো এলএলসি। ক্রিকেট বিশ্বের যেহেতু প্রায় সব দেশেই খেলা হচ্ছে বায়ো বাবলে থেকে, সেহেতু সব দেশের জন্যই শ্রীলঙ্কার তিন ক্রিকেটারের শাস্তি উদাহরণ হয়ে থাকবে। এখন কোনও খেলোয়াড় সুরক্ষা দেয়াল ভাঙতে গেলে নিশ্চিতভাবে সামনে আসবে গুনাথিলাকা-মেন্ডিস-ডিকবেলার শাস্তির মেয়াদ।

তাদের এক বছরের শাস্তি সব ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের বার্তা দেয় যে, সুরক্ষা বলয় শুধুমাত্র একটি দলের জন্য নয়। ভাঙলে প্রতিপক্ষের খেলোযাড় ও সেই দেশের জনগণকেও ফেলে দিতে পারে হুমকির মুখে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কঠোর শাস্তি দেওয়ার কারণটাও তা-ই। গুনাথিলাকা-মেন্ডিস-ডিকবেলা শুধু নিজেদের হুমকির মুখে ফেলেননি, ওই সময় তারা বিপদ ডেকে এনেছিলেন ইংল্যান্ড সফরে থাকা শ্রীলঙ্কা দলের সবার।

তাই শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও ছয় মাস খেলতে পারবেন না তিন ক্রিকেটার। একই সঙ্গে জরিমানা গুনতে হচ্ছে ১ কোটি শ্রীলঙ্কান রুপি। এখানেই শেষ নয়, তাদের এই শাস্তি আরও দুই বছর নজরে থাকবে। যেখানে থাকছে আরও এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। অর্থাৎ, ওই দুই বছরের মধ্যে আবারও এমন কোনও ঘটনা ঘটালে স্থগিত থাকা নিষেধাজ্ঞা কার্যকর হবে। তাছাড়া শাস্তি কাটানোর সময় তিন ক্রিকেটারকে নিয়মিত কাউন্সিলিং করাতে হবে বোর্ডের প্রস্তাবিত চিকিৎসকদের কাছে।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!