কখনও সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল, কখনও কর্নেল, কখনও আবার বিশেষজ্ঞ চিকিৎসক কিংবা বিজ্ঞানী; এমন অসংখ্য ভুয়া পরিচয়ে পরিচিত ইশরাত রফিক ঈশিতা। এরই মধ্যে দেশের বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে সংবাদও প্রকাশ হয়েছে, অংশ নিয়েছেন টকশোতেও। আলোচিত এই নারীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ রবিবার (১ আগস্ট) সকালে র্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানিয়েছে, রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন দেশি-বিদেশি সংস্থার ভুয়া প্রতিনিধি পরিচয়ে প্রতারণার অভিযোগে কথিত ‘তরুণ চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক ও ডিপ্লোম্যাট’ ইশরাতকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার এক সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ বিষয়ে বিকালে রাজধানীর কাওরান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানাবে র্যাব।