X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৫০ বছরেও হয়নি সোনাতলার ৩০০ ফুট রাস্তা

বগুড়া প্রতিনিধি
১১ আগস্ট ২০২১, ১৪:৪৩আপডেট : ১১ আগস্ট ২০২১, ১৪:৪৩

স্বাধীনতার ৫০ বছরেও পাকা হয়নি বগুড়ার সোনাতলার জোড়গাছা ইউনিয়নের পোড়াপাইকর গ্রামের ৩০০ ফুট রাস্তা। নির্বাচন এলে প্রার্থীরা রাস্তা করে দেওয়ার আশ্বাস দিলেও তার বাস্তবায়ন হয়নি। সামান্য বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয়রা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ভুক্তভোগীরা অবিলম্বে রাস্তাটি পাকা করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সোনাতলা উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে জোড়গাছা ইউনিয়নের পোড়াপাইকর গ্রাম। ওই গ্রামে প্রায় সাড়ে চার হাজার মানষের বাস। এরমধ্যে প্রায় আড়াই হাজার ভোটার। শিক্ষাসহ সবকিছুতে এগিয়ে থাকলেও উন্নয়নে পিছিয়ে রয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, পোড়াপাইকর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে গোলাম মোস্তফা মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় ৩০০ ফুট কাঁচা রাস্তা রয়েছে। সামান্য বৃষ্টি হলে এই রাস্তায় চলাচল করা কঠিন হয়ে পড়ে। দেশ স্বাধীনের পর থেকে গত ৫০ বছরে রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়নি। জাতীয় ও স্থানীয় নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও কোনও ফল পাননি স্থানীয়রা। 

গ্রামের আবু সাঈদ মাস্টার, লুৎফর রহমান, সাজু মিয়া প্রমুখ বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি থাকার পরও পাকাতো দূরে থাক, রাস্তায় এক ইঞ্চি মাটিও কাটা হয়নি। একটু বৃষ্টি হলেই রাস্তায় কাদা হয়। এতে চলাচলে বিঘ্ন ঘটে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম টিপু জানান, রাস্তাটি পাকা করার উদ্যোগ নেওয়া হয়েছিল; কিন্তু এক ব্যক্তি জায়গা ছেড়ে না দেওয়ায় তা সম্ভব হয়নি। 

জোড়গাছা ইউপি চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল বলেন, রাস্তাটি জনগুরুত্বপূর্ণ। তবে ওই গ্রামের দু’পাশ দিয়েই পাকা সড়ক রয়েছে। তবু গ্রামবাসীর যাতায়াতের জন্য রাস্তাটি দ্রুত পাকাকরণে পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন দিনি। 

সোনাতলা উপজেলা প্রকৌশলী রাশেদ ইমরান বলেন, ওই রাস্তার বিষয়ে কেউ আমাকে অবগত করেনি। প্রস্তাব পাওয়া গেলে প্রথমে ৩০০ ফুট রাস্তায় মাটি কাটা ও পরবর্তী অর্থ বছরে পাকা করণের উদ্যোগ নেওয়া হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!