X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘বেনিয়া গোষ্ঠীর হাতে সিআরবি তুলে দেওয়া হবে না’ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ আগস্ট ২০২১, ২১:৩৪আপডেট : ১১ আগস্ট ২০২১, ২১:৩৪

‘নগরীর ফুসফুস খ্যাত চট্টগ্রামের একমাত্র মুক্তাঙ্গন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্মৃতি এবং মুক্তিযোদ্ধাদের কবরস্থান, শিরীষতলাসহ সিআরবি ছিল, সিআরবি আছে, সিআরবি থাকবে। কোনও বেনিয়া গোষ্ঠীর হাতে সিআরবিকে তুলে দেওয়া হবে না।’ 

বুধবার (১১ আগস্ট) বিকালে চট্টগ্রাম নাগরিক সমাজ আয়োজিত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বক্তারা।

তারা বলেন, সিআরবিতে প্রস্তাবিত হাসপাতালের জায়গাতে রয়েছে মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তান চাকসু জি.এস. আবদুর রবসহ আরও ১০ বীর মুক্তিযোদ্ধা শহীদের কবর। এসব কবরের ওপর ব্যক্তি মালিকানাধীন মুনাফামুখী হাসপাতাল শুধু নয়, যে কোনও স্থাপনা নির্মাণ হবে মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। সিআরবি হলো চট্টগ্রামের প্রাকৃতিক অক্সিজেন ভূমি। এতে হাসপাতাল কিংবা অন্য কোনও স্থাপনা নির্মাণ করলে পরিবেশ প্রকৃতি নষ্ট হবে এবং এর প্রভাব চট্টগ্রাম মহানগরের ৭০ লাখ মানুষকে ভোগ করতে হবে।

সিআরবি এলাকা হলো চট্টগ্রামের খেলাধুলা-বিনোদন, সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার প্রধান কেন্দ্র উল্লেখ করে বক্তারা বলেন, এখানে সারা বছর বর্ষবরণ বর্ষবিদায়সহ বহুবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। হাসপাতাল নির্মাণ হলে এই চর্চা বন্ধ হয়ে যাবে। সংস্কৃতি চর্চা, খেলাধুলার ক্ষেত্র সংকুচিত হয়ে এর প্রভাব বিশ্বমানের চট্টগ্রাম গড়ার পথকে রুদ্ধ করবে। সিআরবি এলাকাকে সিডিএর ডিটেইলস এরিয়া প্ল্যানে হেরিটেজ জোন ঘোষণা করা হয়েছে। এখানে শতবর্ষী শত শত বৃক্ষসহ স্থাপনা রয়েছে; যা বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস, সংস্কৃতি ও পরিবেশের স্মারক। এখানে হাসপাতাল কিংবা কোনও বাণিজ্যিক স্থাপনা নির্মিত হলে এর স্মারক ধ্বংসপ্রাপ্ত হবে। আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, চট্টগ্রামের ফুসফুসকে রক্ষায় আমাদের প্রাণের দাবির যথাযথ মর্যাদা দিয়ে সিআরবি এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণ প্রকল্প অন্যত্র সরিয়ে নিন। 

নাগরিক সমাজ চট্টগ্রামের সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- পরিবেশ বিজ্ঞানী ড. ইদ্রীস আলী, ডা. মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, নাট্যজন সাইফুল আলম বাবু, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসীন কাজী, স্বপন মজুমদার, দেওয়ান মাকসুদ, জাসদ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বাবুল, জাসদ উত্তর জেলা সভাপতি বেলায়েত হোসেন, সাংবাদিক কামাল পারভেজ, যুবনেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর মহিলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক লায়লা আকতার এটলি, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর ও পরিবেশবিদ আলিউর রহমান।

/এএম/
সম্পর্কিত
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ঢাকা দক্ষিণ আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ শুক্রবার
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা