X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৪, ২১:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ২২:৫২

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমাদের গোয়েন্দা সংস্থা কুকি চিনকে পৃষ্ঠপোষকতা করেছে। তারা কুকি চিনকে অস্ত্র দিয়েছে, মালপানি দিয়েছে। তারা তাদের কাজে কুকি চিনকে ব্যবহার করেছে। দুধ-কলা দিয়ে পোষা সাপ এখন ঠোকর মেরেছে। এ সময় ইসরায়েলি বিমান কীভাবে বাংলাদেশে এসেছে, এমন প্রশ্নও রাখেন তিনি।

শুক্রবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅধিকার পরিষদ আয়োজিত দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সড়কে মৃত্যুর মিছিল, ব্যাংকিং খাতের লুটপাটসহ চলমান নৈরাজ্যের বিরুদ্ধে অনুষ্ঠিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বাংলাদেশের জনগণ এখন ভারতের বিরুদ্ধে গর্জে উঠেছে। ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনকে গ্রামগঞ্জে, পাড়া-মহল্লায়, প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিয়েছে। সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। এই ভারত খেদাও আন্দোলনই হতে পারে ভারতের মদতপুষ্ট সরকার খেদাও আন্দোলন। তাই আজ তাদের মাথা নষ্ট।

তিনি আরও বলেন, আমরা যারা ভারতবিরোধী আন্দোলন করছি, যারা ভারতের বিরুদ্ধে সোচ্চার, সরকার তাদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারি পরোয়ানা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। ভারত খেদাও আন্দোলনকেই ভারতের মদতপুষ্ট আওয়ামী লীগকে খেদানোর আন্দোলনে রূপান্তর করে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে।

ডাকসুর সাবেক এই ভিপি বলেন, সরকার ভারতের কাছে মাথা বিক্রি করে রাজনীতি করছে। ঈদের মধ্যে ইসরায়েলি বিমান বাংলাদেশে কেন এসেছে, সেটি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেররা জবাব দিতে পারবেন না। ইসরায়েলের সঙ্গে আমাদের কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। সেই ইসরায়েলি বিমান কীভাবে বাংলাদেশে এসেছে? কারা ইসরায়েলি বিমান এনেছে? কারা তাদের অনুমতি দিয়েছে? আওয়ামী লীগ যদি চতুর্থবারের মতো ক্ষমতায় আসে, ইসরায়েলকে তারা কনস্যুলেট খুলতে বাংলাদেশে অনুমতি দেবে।

এ সময় প্রতিবাদ সভায় গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

/এএজে/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
গাজায় বিধ্বস্ত বাড়ি-ঘর পুনর্নির্মাণে সময় লাগতে পারে ৮০ বছর
গাজার স্বাস্থ্যকেন্দ্রে চার শতাধিক ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা