X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফুলবাড়ীর ৬ দফা চুক্তির বাস্তবায়ন চান আনু মুহাম্মদ

দিনাজপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২১, ২১:১০আপডেট : ২৬ আগস্ট ২০২১, ২১:১০

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ছয় দফা চুক্তির বিষয়ে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছিলেন, চুক্তি বাস্তবায়ন না করলে পরিণতি ভয়াবহ হবে। তারা ক্ষমতায় আছেন ১০ বছরেরও বেশি। তারা এখন পর্যন্ত সেটি বাস্তবায়ন করেনি। আমরা অবিলম্বে সেটা বাস্তবায়ন চাই।’

বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে দিনাজপুরের ফুলবাড়ী ট্রাজেডির ১৫ বছর পূর্তি উপলক্ষে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মসূচি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আনু মুহাম্মদ বলেন, ‘ফুলবাড়ীবাসীর সঙ্গে ছয় দফা চুক্তি করেছিল তৎকালীন জোট সরকার। ওই সময়ে ছয় দফা চুক্তি বাস্তবায়ন না করলে পরিণাম ভয়াবহ হবে বলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেছিলেন। সারাদেশের বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনের চুক্তির প্রতি সমর্থন জানিয়েছিল। অংশগ্রহণ করেছিল বাম সংগঠনগুলো। ছয় দফা চুক্তি স্বাক্ষর করেছিল চার দলীয় জোট। সেই সময় বিরোধীদলীয় নেত্রী ছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য বহু দল এই আন্দোলনের সঙ্গে ছিল। একটি জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল এই চুক্তির বিষয়ে। আমরা অবিলম্বে এই চুক্তির বাস্তবায়ন চাই। বাস্তবায়ন মানে হচ্ছে, বাংলাদেশের কোথাও উন্মুক্ত ক্ষতিসহ প্রাণ বিনাশী, পরিবেশ বিধ্বংসী কোনও প্রকল্প করা যাবে না। এশিয়া এনার্জির মতো জালিয়াত কোম্পানি তাদেরকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে। যারা জালিয়াতি করে এখন শেয়ার বাজারে ব্যবসা করছে, তাদেরকে বহিষ্কার করতে হবে এবং সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা মামলা সেটা প্রত্যাহার করতে হবে।’

এ সময় কেন্দ্রীয় ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামসুল আলম, ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ আগস্ট উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং বিদেশি কোম্পানি এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে বিতাড়িত করার দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে ফুলবাড়ীর মানুষ। বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ ও তৎকালীন বিডিআর নির্বিচারে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন জন। আহত হয় দুই শতাধিক। ঘটনার ১৫ বছর হয়ে গেলেও এখনও অসম্পূর্ণ ফুলবাড়ীবাসীর ছয় দফা চুক্তি।

এ ঘটনার ১৫ বছর পূর্তি উপলক্ষে সকাল সাড়ে ১০টায় এলাকাবাসী ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে নিহত স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করা হয়। এ সময় পৌর মেয়র মাহমুমদ আলম লিটন, সাবেক পৌর মেয়র মুরতুজা সরকার মানিকসহ বিভিন্ন ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!