X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের মামলায় নয় জনকে গ্রেফতার করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী ছাত্রীর বাড়ি আড়াইহাজারের বিশনন্দী ইউনিয়নে। এ ঘটনায় তার বাবা বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো—জাহিদ (২০), তাইজুল (১৯), সিয়াম (১৯), রিফাত (২০), রবিন (২৩), বিল্লাল (১৯), নিরব (১৯) ও খাইরুল (২২)। ধর্ষণে সহযোগিতা করায় এক কিশোরীকে (১৪) গ্রেফতার করা হয়েছে। মামলার ২ নম্বর আসামি সাব্বির (২০) পলাতক রয়েছে। 

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট বিকালে বান্ধবীর সঙ্গে রূপগঞ্জের গাউছিয়া তাঁতবাজার এলাকায় ফুচকা খেতে যায় ভুক্তভোগী ছাত্রী। পরে তাকে আড়াইহাজারের সুলতানসাদী এলাকায় জাহিদের ভাড়া বাসায় নিয়ে যায় ওই বান্ধবী। সেখানে তাইজুল, রিফাত, খাইরুল ও নিরব এসে কিছু সময় আড্ডা দেয়। এরপর তারা রাত সাড়ে ৭টায় রিকশায় ঘুরতে বের হলে স্থানীয় সিংরাটি সেতুর কাছে ধরে নিয়ে জাহিদ, সাব্বির ও তাইজুল তাকে ধর্ষণ করে। এ সময় অন্যরা পাশে দাঁড়িয়ে ছিল। এক পর্যায়ে তারাও ধর্ষণ করে। 

স্কুলে যাওয়া-আসার পথে ভুক্তভোগী ছাত্রীকে নানাভাবে উত্ত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল বিল্লাল। প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে বন্ধুদের নিয়ে তাকে ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

ওসি আনিচুর রহমান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষষণের ঘটনায় করা মামলায় পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং ২২ ধারায় জবানবন্দি নেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন