X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সন্ত্রাসী হামলায় বেরোবির শিক্ষক-শিক্ষার্থী গুরুতর আহত    

রংপুর প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৪আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও এক শিক্ষার্থী বহিরাগত সন্ত্রাসী ও ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাদেরকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) পৃথক এ দুটি ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও শিক্ষার্থীরা জানান, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী পরাগ মাহমুদ ভোররাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট দিয়ে পার্কের মোড়ের পারকিউ ছাত্রাবাস থেকে সরদারপাড়ায় বন্ধুদের ছাত্রাবাসে যাচ্ছিলেন। এসময় তিন অজ্ঞাত যুবক তাকে রাস্তায় দাঁড় করিয়ে মোবাইলফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তবে পরাগ তাতে বাধা দেওয়ায় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে তার মোবাইলফোনটিও নিয়ে নেয় তারা।

শিক্ষার্থীরা প্রক্টর গোলাম রব্বানীকে বিষয়টি জানালে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে পরাগকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পরাগের বন্ধু সুব্রত বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশের পার্ক মোড় এলাকাটি সন্ত্রাসী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিন সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। অথচ পুলিশ ফাঁড়ি থাকলেও ছিনতাইকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এদিকে ভোরে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মঞ্জু মর্নিংওয়াকে বের হয়ে সন্ত্রাসী হামলার শিকার হন। একদল সন্ত্রাসী ছুরি ও রামদা দিয়ে মাথা-ঘাড় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে যায়। এসময় তার মোবাইলফোনটিও ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে পথচারী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। তাকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান হাসপাতালের চিকিৎসক ডা. নকিব।

এ বিষয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে আহত শিক্ষক ও শিক্ষার্থীর সঙ্গে দেখা করে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইজার আলীসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে। সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী