X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, বেঁচে ফিরলেন তিন জেলে নিখোঁজ ৮

ভোলা প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৯আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫২

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১১ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারের তিন জেলেকে জীবিত উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ট্রলার মালিকসহ আট জেলে। যাদের বাড়ি ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে।

গত সোমবার (৬ সেপ্টেম্বর) ভোরে বঙ্গোপসাগরের মহিপুরা পয়েন্টে ট্রলারটি ডুবে যায় বলে জানিয়েছেন সেখান থেকে থেকে বেঁচে ফেরা সিরাজ মাঝি।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) তিনি বলেন, ‘রবিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাছ শিকারের উদ্দেশে বঙ্গোপসাগরে যাই। মাছ ধরার জাল অর্ধেক তোলার পর হঠাৎ ঝড়ের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায়। এ সময় সবাই ট্রলারের ভেতরে কেবিনে অবস্থান করছিলেন।’

তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে সেখান থেকে তিনজন জীবিত বের হন। তারা ট্রলারে থাকে জীবনরক্ষাকারী সরঞ্জামের সাহায্যে ভাসতে থাকেন। সাগরের এক প্রান্তে পৌঁছালে অন্য একটি মাছ ধরার ট্রলার তাদের উদ্ধার করে চরফ্যাশনের সামরাজ ঘাটে নামিয়ে দেয়। বাকি আট জেলে কোথায় কীভাবে আছে জানা যায়নি।’

নিখোঁজ আট জেলে হলেন- নিরব, রুবেল, সিরাজ, ইউসুফ, শহীদ ঝিলাদার, রফিকুল ইসলাম, বজলুর রহমান, দেলোয়ার চৌকিদার। তাদের সবার বাড়ি ভোলা সদরের ভেলুমিয়া ইউনিয়নে।

ভেলুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুস সালাম মাস্টার জানান, ১১ জেলে সাগরে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়েছেন। সেখান থেকে তিন জেলে জীবিত ফেরত আসেন। এখনও আটজন নিখোঁজ।

ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরেছি। নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডকে জানানো হয়েছে। তারা উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। ঝড়ের কবলে পড়া নিখোঁজ ও জীবিত ফিরে আশা জেলে পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

কোস্ট গার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মনির হোসেন জানান, নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্ট গার্ড কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
সুন্দরবনের দুবলার চরকমেছে শুঁটকি উৎপাদন, কষ্টের কথা জানালেন জেলেরা
সেন্টমার্টিনে স্পিডবোট-ডুবি, ১৯ যাত্রীকে জীবিত উদ্ধার
ভৈরবে ট্রলারডুবি: কনস্টেবলসহ আরও ২ জনের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক