X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

২ কোটি টাকার মেশিন পড়ে আছে ৯ বছর 

জিয়াউল হক, রাঙামাটি
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৮

কাপ্তাই হ্রদের কচুরিপানা পরিষ্কারের জন্য কেনা দুই কোটি টাকার হারভেস্টার মেশিনটি ৯ বছর ধরে প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এদিকে লোকবল সংকটের দোহাই দিয়ে মেশিনটি ফেলে রাখায় ক্ষতির শিকার হচ্ছেন হ্রদের জেলে ও মাঝিরা। বর্ষা মৌসুমে কচুরিপানার জঞ্জালের কারণে নৌ যান চলাচল ব্যাহত হয়। ইঞ্জিনচালিত নৌ যান বিকল হয়ে ঘটছে দুর্ঘটনা। এ অবস্থায় হ্রদে নৌ যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে হারভেস্টার মেশিনটির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের সদস্যরা। 

স্থানীয়রা জানান, রাঙামাটির চার উপজেলার তিন লাখ মানুষের যোগাযোগের একমাত্র উপায় নৌপথ। তবে হ্রদের চারদিকে কচুরিপানা ছড়িয়ে পড়ায় স্বাভাবিক নৌ-চলাচলে দেখা দেয় বিপত্তি। ছোট ছোট ইঞ্জিনচালিত নৌকা কচুরিপানা এড়িয়ে চলাচল করতে পারে না। এছাড়া কচুরিপানার কারণে অন্য নৌ যানেরও চলাচলে সময় ও ব্যয় বাড়ছে। 

সম্প্রতি সময়ে কাইন্দারমুখ নামক এলাকায় হ্রদের বুকে প্রায় দুই বর্গকিলোমিটার এলাকা জুড়ে জমে থাকা কচুরিপানা কারণে বিপাকে পড়তে হয় হ্রদে চলাচলকারী নৌ যানগুলোকে। এতে নৌ রুটে চলাচল করা সাধারণ মানুষ, জেল ও মাছ ব্যবসায়ীরা পড়েছে চরম বিপাকে। উজান থেকে নেমে আসা পানির সঙ্গে ভেসে আসা কচুরিপানায় প্রায় বন্ধ হয়ে গেছে এই চ্যানেলটি। কচুরিপানার কারণে জেলার চার উপজেলায় যোগাযোগে বেড়েছে দুর্ভোগ।

লেকের কচুরিপানার কারণে নৌ চলাচল ব্যাহত হয় সংশ্লিষ্টরা জানান, কচুরিপানার সমস্যা সমাধানে ২০১২ সালে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে একটি হারভেস্টার মেশিন কেনে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি। উদ্দেশ্য ছিল মেশিনের সাহায্যে হ্রদের কচুরিপানা অপসারণ করা হবে। কিন্তু মেশিনটি কেনার পর এর ব্যবহার হয়নি বললেই চলে। দীর্ঘদিন ব্যবহার না করায় অনেক যন্ত্রাংশ নষ্ট হওয়ায় উপক্রম দেখা দিয়েছে। মেশিনের যন্ত্রাংশে মরিচা পড়ে গেছে। মেশিনটি ব্যবহারের মাধ্যমে সমস্যা সমাধানের তাগিদ দিয়েছেন নাগরিক সমাজ।

কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে বলেন, কাপ্তাই হ্রদকে কচুরিপানা মুক্ত করার জন্য দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা নেওয়া দরকার। এত টাকা খরচ করে যে মেশিন কেনা হয়েছে সেটি কেন ব্যবহার করা হয়নি, প্রশ্ন তোলেন তিনি।

লেকের কচুরিপানা নিয়ন্ত্রণের চেষ্টা তিনি বলেন, আমরা বিভিন্ন সময় মেশিনটি পরিচালনার জন্য জনবল সংকটের কথা শুনি। সব সমস্যা সমাধান করে হারভেস্টার মেশিনটি  দ্রুত হ্রদে ব্যবহার করার উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

রাঙামাটি দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি সভাপতি মো. ফারুক হোসেন বলেন, কাপ্তাই হ্রদে কচুরিপানার কারণে নৌ চলাচলা ও লেকের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। সরকারের এত অর্থ ব্যয়ে মেশিনটি কেন এতদিন ব্যবহার করা হলো না, দায়িত্বশীল কর্মকর্তাদের জবাব দিতে হবে। সমন্বয়ের মাধ্যমে মেশিনটি ব্যবহার উপযোগী ও পরিচালনার জন্য লোকবল নিয়োগের দাবি জানান তিনি।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষ্ণ প্রসাদ মল্লিক বলেন, কচুরিপানা কৃষি কাজের জন্য এক ধরনের সম্পদ। কচুরিপানা থেকে প্রচুর জৈব সার তৈরি করা যায়। আমরা কৃষকদের এই কচুরিপানা দিয়ে কীভাবে জৈব সার তৈরি করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দিতে পারি। তাহলে কচুরিপানার সঠিক ব্যবহার নিশ্চিত করা যায়। এছাড়া এই আবর্জনাকে সম্পদে রূপান্তর করার জন্য সরকারি উদ্যোগ ও পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি। 

কচুরিপানা নিয়ন্ত্রণে ব্যবহৃত টাগবোট রাঙামাটি কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের বলেন, হারভেস্টার মেশিনটি আমাদের কাছে থাকলেও এটি পরিচালনার জন্য আমাদের কোনও লোকবল নেই। এমনিতেই আমাদের লোকবলের সংকট। বর্ষা মৌসুমে পানি বাড়ার সঙ্গে সঙ্গে উজান থেকে কচুরিপানাও নেমে আসে। এ কারণে বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়। ১৯৬২ সালের ক্রয়কৃত টাগবোট দিয়ে বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের কচুরিপানা টেনে সরিয়ে ফেলা হয়।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি যতটুকু খবর নিয়েছি এই হারভেস্টার মেশিনটি কে বা কারা পরিচালনা করবে, এই সমস্যা নিয়ে এতদিন পড়ে ছিল। আমরা এখন বলেছি তেল লাগলে তেল দেওয়া হবে, তবু যেন মেশিনটি ব্যবহার করা হয়। মেশিনটি যাতে ব্যবহার করা হয় সে বিষয়ে চেষ্টা চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন