X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খুললো ময়মনসিংহ মেডিক্যাল, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

ময়মনসিংহ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৫আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:২৫

শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ। দীর্ঘ দেড় বছর বন্ধের পর সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পাসে আসেন শিক্ষার্থীরা। এরপর স্বাস্থ্যবিধি মেনে তাদের ক্লাস শুরু হয়। বহুদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।

ময়মনসিংহ মেডিক্যালে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে আজ সকাল থেকে এম-৫৪, ৫৭ ও ৫৮ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে। প্রতিটি ব্যাচের শিক্ষার্থী রয়েছে ২২০ থেকে ২৩০ জন। শ্রেণিকক্ষে প্রবেশের আগে প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক পরা নিশ্চিত করা হয়েছে। এছাড়া তাপমাত্রা দেখা হয়েছে। তাদের হাত ধোয়ার ব্যবস্থাও রয়েছে ক্যাম্পাসে। শ্রেণিকক্ষে প্রতি বেঞ্চে দুই জন করে শিক্ষার্থী বসানো হয়েছে। 

তিনি আরও জানান, প্রত্যেক শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা নিশ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা ক্লাস শুরুর আগে হোস্টেলে আসেন। 

তবে দীর্ঘদিন পর ক্লাস শুরু হলেও ময়মনসিংহ মেডিক্যালে কলেজে তেমন কোনও আয়োজন ছিল না। আগের মতোই স্বাভাবিকভাবে ক্লাস শুরু করা হয়েছে। দীর্ঘদিন পর ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। 

এম-৫৪ ব্যাচের শিক্ষার্থী ফয়সাল জানান, করোনার কারণে ক্লাস বন্ধ থাকায় বাসায় একেবারে বন্দি অবস্থায় ছিলাম। আজ থেকে ক্লাস শুরু হওয়ায় মনটা সতেজ হয়ে উঠেছে। ক্লাস বন্ধ থাকাকালীন বন্ধুদের সঙ্গে মোবাইল ফোনে কথা হলেও মানসিক তৃপ্তি আসতো না। আজ থেকে সবাইকে আবার আগের মতো করে পাবো।

এম-৫৮ ব্যাচের শিক্ষার্থী শাম্মী বলেন, দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় খুব ভালো লাগছে। এতদিন ক্লাস বন্ধ থাকায় লেখাপড়ার যে ক্ষতি হয়েছে, ক্লাস চালু হওয়ার পর সেটা পুষিয়ে নেওয়ার জন্য প্রচুর পরিশ্রম করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে ক্লাসে ফিরে আসতে পেরে সবাই খুবই আনন্দিত।

/এসএইচ/
সম্পর্কিত
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ত্রিশালে ধলা সরকারি আশ্রয়কেন্দ্রের ২৬ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
মমেক হাসপাতাল ঘিরে অনুমোদনহীন ক্লিনিক-ল্যাবের ছড়াছড়ি
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!