X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:২২

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান। দীর্ঘ বিরতির পর আগামী নভেম্বরে বাংলাদেশে আসছে বাবর আজমের দল। ভবিষ্যৎ সফরসূচিতে আগেই সিরিজটি নির্ধারিত ছিল। তারপরও যেহেতু দ্বিপাক্ষিক সিরিজ দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে সম্পাদিত হয়। তাই দুই বোর্ডই আগামী নভেম্বরে সিরিজের ব্যাপারে সম্মতি দিয়েছে। সফরে বাংলাদেশ দল তিন সংস্করণেই ম্যাচ খেলবে।

৬ বছর পর পাকিস্তানের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘পাকিস্তান সিরিজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই। এ ব্যাপারে ক্রিকেট অপারেশন্স বিভাগ পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করছে। সব ফরম্যাটেই খেলা থাকবে, ওয়ানডে ও টেস্ট বেশি থাকবে।'

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। শেষ হবে ১৪ নভেম্বর। বিশ্বকাপ শেষে হওয়ার কয়েক দিনের মধ্যেই বাংলাদেশ সফর করবে পাকিস্তান। আগামী কয়েক সপ্তাহরে মধ্যে সফর সূচি চূড়ান্ত হয়ে যাবে। শুধু পাকিস্তান সফরই নয়, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সফরসূচি নিয়েও বোর্ডগুলোর মাঝে আলোচনা চলছে।

এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গেও আমাদের যোগাযোগ হচ্ছে। পাকিস্তান সফরের পরপরই আমাদের নিউজিল্যান্ড সফর আছে। খুব ব্যস্ত সূচি। সেভাবেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ করছে।' 

করোনার সময়টাতে ঘরের মাঠে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেভাবে কোভিড প্রটোকল মেনে সিরিজ হয়েছে, পাকিস্তান সিরিজেও সেটিই বজায় থাকবে বলে জানালেন সুজন, ‘আমরা যে মান ঠিক করেছি, সেই অনুযায়ীই আমাদের প্রটোকল ও জৈব সুরক্ষা বলয় হবে। আমাদের যে গাইডলাইন, সেটি সফরকারী দলকে অবহিত করা হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
রেল ও সড়ক বিটের রিপোর্টারদের সংগঠনের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা