X
বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১, ৭ আশ্বিন ১৪২৮

সেকশনস

বাজারে নতুন শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৯

সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করে শেয়ার বাজারে আরও শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শেয়ার অফ-লোড থেকে প্রাপ্ত অর্থ নতুন শিল্পে বিনিয়োগের পরিকল্পনা করছেন কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকগণ। এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সঙ্গে বৈঠক করেছেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গোলাম মুর্শেদ।

উল্লেখ্য, বাজারে ১০ শতাংশের কম শেয়ার থাকায় নতুন করে শেয়ার ছাড়ার অনুরোধ জানিয়ে ওয়ালটনসহ তিনটি কোম্পানিকে গত রবিবার চিঠি দেয় বিএসইসি। চিঠিতে আগামী ১ বছরের মধ্যে ওই কোম্পানিগুলোকে বাজারে ১০ শতাংশ শেয়ারে উন্নীত করার অনুরোধ জানানো হয়। ওই চিঠি ইস্যুর পর পরই শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্য সূচক কমে যায়।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিএসইসি কার্যালয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের সঙ্গে ওয়ালটন এমডি বৈঠক করেন। বৈঠকে আলোচনার প্রধান বিষয় ছিল বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করে নতুন শেয়ার ছাড়ার বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো। বৈঠক সূত্রে জানা গেছে, বিএসইসি চেয়ারম্যান ও ওয়ালটন এমডির মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যার প্রেক্ষিতে বাজারে নতুন শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটন।

সূত্র জানায়, এই মুহূর্তে বাজারে ওয়ালটনের শেয়ার রয়েছে দশমিক ৯৭ শতাংশ। প্রাথমিকভাবে আগামী ৩ বছরে বাজারে আরও ৪.০৩ শতাংশ শেয়ার ছাড়বে ওয়ালটন। ফলে বাজারে ওয়ালটনের লেনদেনযোগ্য শেয়ার হবে ৫ শতাংশ। ৩ বছর পরে বিএসইসি’র সঙ্গে আলোচনার ভিত্তিতে আরও ৫ শতাংশ শেয়ার ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

জানতে চাইলে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি ও সিইও গোলাম মুর্শেদ বলেন, পুঁজিবাজারের নিয়মনীতি মেনেই ব্যবসাসহ সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছে ওয়ালটন। তাই সাধারণ বিনিয়োগকারী ও দেশের সামগ্রিক উন্নয়নের স্বার্থে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে আমরা দেখা করি। পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে পরবর্তী ৩ বছরের মধ্যে বাজারে ৫ শতাংশ শেয়ারে উন্নীত করতে বিএসইসির কাছে ওয়ালটনের উদ্যোক্তা-পরিচালকদের আবেদন ছিল। বিএসইসি’র চেয়ারম্যান পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থার অভিভাবক। পুঁজিবাজারের সামগ্রিক স্বার্থে তিনি ওয়ালটনের উদ্যোক্তা-পরিচালকদের আবেদন বিবেচনা করার বিষয়ে আশ্বস্ত করেছেন। 

প্রসঙ্গত, ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মোট শেয়ার সংখ্যা ৩০ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৩৪৩। শুরু থেকেই বিনিয়োগকারীদের কাছে ওয়ালটনের শেয়ারের চাহিদা তুঙ্গে। তালিকাভুক্তির সময় ওয়ালটনের বাজার মূলধন ছিল ৭ হাজার ৬৩৩ কোটি টাকা। মঙ্গলবার সর্বশেষ কার্যদিবসে ওয়ালটনের বাজার মূলধন দাঁড়ায় ৪০ হাজার ৮৩১ কোটি টাকায়। যা বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ। আর সামগ্রিকভাবে বাজার মূলধনে গ্রামীণফোনের পরই অবস্থান ওয়ালটনের।

/এনএইচ/

সম্পর্কিত

স্টামফোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টামফোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষর

দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২৯ ও ৩০ সেপ্টেম্বর 

দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২৯ ও ৩০ সেপ্টেম্বর 

ডাচ বাংলা ব্যাংক পেলো শীর্ষ করদাতার সম্মাননা 

ডাচ বাংলা ব্যাংক পেলো শীর্ষ করদাতার সম্মাননা 

প্রধানমন্ত্রীর এসডিজি পুরস্কারপ্রাপ্তিতে ঢাবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'এসডিজি অগ্রগতি পুরস্কার' পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এ মিছিল বের করেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

মিছিলে অংশ নেয় প্রায় দুই হাজার ছাত্রলীগ নেতাকর্মী। মিছিলটি মধুর ক্যান্টিন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের কলা ভবন, মল চত্বর, ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়। সমাবেশে আল নাহিয়ান খান জয় বলেন, "শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। দেশরত্ন থেকে বিশ্বরত্নে পরিণত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আছে বিধায় করোনাকালীন সময়েও দেশের উন্নয়নকে ধারাবাহিকভাবে অব্যাহত রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।"

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন নিয়ে নবম বার্ষিক আন্তর্জাতিক সম্মেলনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর সময় বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রমে তার নেতৃত্বের প্রশংসা করে তাকে ‘ক্রাউন জুয়েল’ বা ‘মুকুট মণি’ হিসেবে আখ্যায়িত করেন আর্থ ইনস্টিটিউট, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়, গ্লোবাল মাস্টার্স অফ ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক।

/এমএস/

সম্পর্কিত

কবিতা-প্রবন্ধ ও থিম সং আহ্বান করেছে ঢাবি

কবিতা-প্রবন্ধ ও থিম সং আহ্বান করেছে ঢাবি

স্টামফোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৫

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম বিষয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী’র সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক ভাস্বর বন্দ্যোপাধ্যায়, বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টির সদস্য ড. ফারাহনাজ ফিরোজ।

বঙ্গবন্ধুর জীবন ও কমের্র ওপর বাংলা এবং ইংরেজিতে প্রায় অধর্ শতাধিক রচনা প্রতিযোগিতার মধ্যে পুরস্কৃতরা হলেন ‑ বাংলায় চ্যাম্পিয়ন ফার্মাসি বিভাগের খাদিজা আক্তার বন্যা, প্রথম রানার আপ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আবদুল্লাহ আল মামুন এবং দ্বিতীয় রানার আপ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাইফুল ইসলাম।

ইংরেজিতে চ্যাম্পিয়ন ইংরেজি বিভাগের হাসিবুল হাসান, প্রথম রানার আপ ফার্মাসির মো. আমিনুল হক এবং ইংরেজিতে দ্বিতীয় রানার আপ ফার্মাসির সামিরা হক সেতু।

অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন জার্নালিজম বিভাগের সিনিয়র লেকচারার তপণ মাহমুদ, ধন্যবাদ জ্ঞাপন করেন রচনা প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান এবং ইংরেজি বিভাগের এসোসিয়েট প্রফেসর সায়মা আরজু। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন ইংরেজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নূর-ই নুসরাত জেরীন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন জনসংযোগ বিভাগের প্রধান সুপা সাদিয়া।

/এমএস/

সম্পর্কিত

বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করবে গ্লোব গ্রুপ

বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করবে গ্লোব গ্রুপ

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষর

দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২৯ ও ৩০ সেপ্টেম্বর 

দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২৯ ও ৩০ সেপ্টেম্বর 

বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করবে গ্লোব গ্রুপ

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩২

কর্মীদের বেতন-ভাতা বিতরণে এখন থেকে বিকাশের পে-রোল সল্যুশন ব্যবহার করবে গ্লোব গ্রুপ। প্রাথমিক পর্যায়ে গ্লোব গ্রুপের দুটি প্রতিষ্ঠান-গ্লোব এডিবল অয়েল এবং গ্লোব এএসটি বেভারেজের কর্মীরা সরাসরি বেতন-ভাতা পাবেন তাদের বিকাশ অ্যাকাউন্টে। পর্যায়ক্রমে গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের কর্মীরাও এ সেবার আওতায় আসবেন।

সম্প্রতি গ্লোব গ্রুপের প্রধান কার্যালয়ে বিকাশের সঙ্গে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। গ্লোব গ্রুপের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, গ্রুপ ডিরেক্টর সামির আল রশিদ, বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব পে-রোল বিজনেস এটিএম মাহবুব আলম এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

১৯৮৬ সালে ফার্মাসিউটিক্যাল দিয়ে ব্যবসা শুরু করা গ্লোব গ্রুপের বর্তমানে ৮টি অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে। প্রায় ৭ হাজার কর্মী এখানে কর্মরত আছেন।

বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করে কর্মীদের সরাসরি বেতন-ভাতা দেওয়া বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইতোমধ্যে দেশের প্রায় আট শতাধিক গার্মেন্টসসহ সহস্রাধিক প্রতিষ্ঠান বিকাশের মাধ্যমে তাদের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে।

বিকাশে বেতন দেওয়া সেবা গ্রহণ করায় বেতন-ভাতা বিতরণে ক্যাশ টাকার ঝামেলা যেমন দূর হয়েছে, তেমনি কর্মীদের বেতন ব্যবস্থাপনা সহজ ও সাশ্রয়ী হয়েছে। শুধু বিকাশে বেতন পাওয়াই নয়, কর্মীরা এখন সেন্ড মানি, মোবাইল রিচার্জ, বিভিন্ন ধরনের বিল পরিশোধ করা এবং বিভিন্ন দোকানে পেমেন্ট করাসহ নানান সেবা নিতে পারছেন। প্রয়োজনে দেশজুড়ে বিস্তৃত ৩ লাখ এজেন্ট পয়েন্ট এবং ১৩টি ব্যাংক এর এক হাজার ৫০০ এর অধিক এ টি এম বুথ থেকে ক্যাশ আউটও করতে পারছেন।

/আইএ/

সম্পর্কিত

স্টামফোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টামফোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষর

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

‘শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে তরুণদের দক্ষতাবৃদ্ধি জরুরি’

‘শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকরণে তরুণদের দক্ষতাবৃদ্ধি জরুরি’

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষর

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৩১

অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব-কর পরিশোধের লক্ষে বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

এখন থেকে পাসপোর্টসহ বিভিন্ন সরকারি ফি এক্সিম ব্যাংকের সকল শাখায় জমা দেওয়া যাবে।

আজ সোমবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল এবং সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক নুরুন নাহার। বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন ও এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ ফিরোজ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শাহ্ মো. আব্দুল বারী, ভাইস প্রেসিডেন্ট ও মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সঞ্জীব চ্যাটার্জীসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা।

/এমএস/

সম্পর্কিত

স্টামফোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টামফোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করবে গ্লোব গ্রুপ

বিকাশ পে-রোল সল্যুশন ব্যবহার করবে গ্লোব গ্রুপ

দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২৯ ও ৩০ সেপ্টেম্বর 

দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২৯ ও ৩০ সেপ্টেম্বর 

দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২৯ ও ৩০ সেপ্টেম্বর 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:২২

বিশ্ব বাণিজ্যের অন্যতম কেন্দ্রস্থল দুবাইতে আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হচ্ছে ‘দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট-২০২১’। এবারের সামিটের মূল বিষয়বস্তু হচ্ছে ‘কানেক্ট ইয়োর বিজনেস’।

বাংলাদেশ থেকে বৃহৎ শিল্প গ্রুপসহ অসংখ্য উদ্যোক্তা-ব্যবসায়ী এতে অংশ নিচ্ছেন তাদের পণ্য এবং প্রজেক্ট নিয়ে। এই সামিটের সুবাদে বিশ্বের উদ্যোক্তা সমাজ বাংলাদেশের পণ্য এবং এখানকার বিনিয়োগ অবস্থা সম্পর্কে জানার সুযোগ পাবেন এবং দ্বিপক্ষীয় অনেক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আসন্ন দুবাই সামিটে বাংলাদেশও তার অর্থনৈতিক শক্তি ও সামর্থ্য সম্পর্কে উপলব্ধি ও মূল্যায়ন করতে পারবে। বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা-ব্যবসায়ী যারা দেশকে গভীরভাবে ভালোবাসেন, দেশের উন্নয়ন আশা করেন; দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার স্বপ্ন দেখেন, তারাই উদ্যোগ নিয়েছেন ‘দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট দুবাই-২০২১’ আয়োজনের। বিশেষ করে এনআরবি সিআইপিরাই এর মূল উদ্যোক্তা। 

বর্তমান সরকার বিদেশে অবস্থানকারী ভালো উদ্যোক্তাদের ‘সিআইপি’ সম্মানে ভূষিত করেছে। এই এনআরবি সিআইপিরা বিশ্বের বিভিন্ন দেশে সাংগঠনিকভাবে সংগঠিত হয়েছেন। তারা চিন্তাভাবনা করছেন- কীভাবে বাংলাদেশে অধিক বিনিয়োগ করা যায়, কীভাবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা যায়।

২০২১ সালে বাংলাদেশ উদযাপন করছে সুবর্ণজয়ন্তী উৎসব। একই সঙ্গে বছরটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। এ দু’টি মহৎ উদযাপনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা-ব্যবসায়ীদের দেশপ্রেম ও আন্তরিকতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট দুবাই-২০২১’। 

এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন ও ‘বিজনেস আমেরিকা ম্যাগাজিন’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিতব্য এই বিজনেস সামিট নিয়ে ইতোমধ্যে দেশে-বিদেশে বাংলাদেশি উদ্যোক্তা-ব্যবসায়ীরা তো বটেই, প্রবাসী উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মধ্যেও সাড়া জাগিয়েছে।

দুবাই বিজনেস সামিটে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি লিডিং ম্যাগাজিন ‘বিজনেস আমেরিকা’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ম্যাগাজিনে বাংলাদেশি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের বিভিন্ন উদ্যোগ এবং ব্যবসার চালচিত্র উপস্থাপন করা হচ্ছে। 

/এনএইচ/

সম্পর্কিত

স্টামফোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টামফোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষর

ডাচ বাংলা ব্যাংক পেলো শীর্ষ করদাতার সম্মাননা 

ডাচ বাংলা ব্যাংক পেলো শীর্ষ করদাতার সম্মাননা 

বাজারে নতুন শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটন

বাজারে নতুন শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ওয়ালটন

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

স্টামফোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টামফোর্ডে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষর

বাংলাদেশ ব্যাংক ও এক্সিম ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষর

দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২৯ ও ৩০ সেপ্টেম্বর 

দুবাইয়ে গ্লোবাল বিজনেস সামিট ২৯ ও ৩০ সেপ্টেম্বর 

ডাচ বাংলা ব্যাংক পেলো শীর্ষ করদাতার সম্মাননা 

ডাচ বাংলা ব্যাংক পেলো শীর্ষ করদাতার সম্মাননা 

‘উপায় অ্যাপ’ ব্যবহারে রবি-এয়ারটেল গ্রাহকদের বিশেষ সুবিধা

‘উপায় অ্যাপ’ ব্যবহারে রবি-এয়ারটেল গ্রাহকদের বিশেষ সুবিধা

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন

বাজারে এলো সিম্ফনির গেমিং চিপসেটের নতুন ফ্ল্যাগশিপ স্মার্ট ফোন

বাজারে এলো সিম্ফনির গেমিং চিপসেটের নতুন ফ্ল্যাগশিপ স্মার্ট ফোন

প্রাণ-আরএফএল গ্রুপের ডিলারদের জামানতবিহীন ঋণ দিবে প্রাইম ব্যাংক

প্রাণ-আরএফএল গ্রুপের ডিলারদের জামানতবিহীন ঋণ দিবে প্রাইম ব্যাংক

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কেএসআরএম’র ৮ বাইপেপ মেশিন হস্তান্তর

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কেএসআরএম’র ৮ বাইপেপ মেশিন হস্তান্তর

সিঙ্গাপুর এয়ারলাইন্সে বাংলাদেশের মহাব্যবস্থাপক টিমোথি ওয়াং

সিঙ্গাপুর এয়ারলাইন্সে বাংলাদেশের মহাব্যবস্থাপক টিমোথি ওয়াং

সর্বশেষ

ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির সঙ্গে ডিজিটাল অপরাধও বেড়েছে: টেলিযোগাযোগ মন্ত্রী

ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির সঙ্গে ডিজিটাল অপরাধও বেড়েছে: টেলিযোগাযোগ মন্ত্রী

কক্সবাজারের সাথে রেল যোগাযোগ চালু হবে ২০২২ সালে: রেলমন্ত্রী

কক্সবাজারের সাথে রেল যোগাযোগ চালু হবে ২০২২ সালে: রেলমন্ত্রী

রোনালদোবিহীন ম্যান ইউর বিপক্ষে ‘প্রতিশোধ’ নিলো ওয়েস্ট হাম

রোনালদোবিহীন ম্যান ইউর বিপক্ষে ‘প্রতিশোধ’ নিলো ওয়েস্ট হাম

পিএসজিকে শেষ মুহূর্তে জেতালেন হাকিমি

পিএসজিকে শেষ মুহূর্তে জেতালেন হাকিমি

করোনার টিকাকে ‘বৈশ্বিক জনস্বার্থ সামগ্রী’ ঘোষণার আহ্বান প্রধানমন্ত্রীর

করোনার টিকাকে ‘বৈশ্বিক জনস্বার্থ সামগ্রী’ ঘোষণার আহ্বান প্রধানমন্ত্রীর

© 2021 Bangla Tribune