X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নতুন গুঞ্জন, ভারতের কোচের দায়িত্ব ছাড়ছেন শাস্ত্রী!

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩০

বিরাট কোহলি আর সাদা বলে ভারতকে নেতৃত্ব দিতে চাইছেন না। ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। এই গুঞ্জন না থামতেই আবার গুঞ্জন উঠেছে, কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছে রবি শাস্ত্রী! টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোচ হিসেবে তাকে দেখা যাবে না বলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্রের দাবি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন ছেপেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই চুক্তির মেয়াদ শেষ হবে শাস্ত্রীর। এরপর আর তিনি চুক্তির মেয়াদ বাড়াবেন না বলে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র। সংবাদমাধ্যমটির খবর, শাস্ত্রী এরই মধ্যে বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম দফায় ভারতের প্রধান কোচের দায়িত্ব সামলান শাস্ত্রী। পরবর্তীতে ২০১৯ সালের আগস্টে আবারও দুই বছরের চুক্তি করেন। সেই চুক্তির মেয়াদ শেষ হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হতে যাওয়া বিশ্বকাপ শেষে। কুড়ি ওভারের বিশ্ব আসর ১৭ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর।

বিসিসিআইয়ের ওই সূত্রের দাবি, শাস্ত্রী এরই মধ্যে বিসিসিআইয়ের কর্তাদের জানিয়ে দিয়েছেন চুক্তির মেয়াদ শেষ হতেই তিনি আর দায়িত্বে থাকবেন না।

সত্যি যদি শাস্ত্রী সরে দাঁড়ান তাহলে ভারতের প্রধান কোচের পদে কে বসবেন, এমন আলোচনায় সবার আগে উঠে এসেছে রাহুল দ্রাবিড়ের নাম। বয়সভিত্তিক দলে কোচ হিসেবে সফল এই কিংবদন্তি কিছুদিন আগে ভারতের কোচ হিসেবে সফর করেছেন শ্রীলঙ্কায়। শাস্ত্রী-কোহলিরা টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে থাকায় শিখর ধাওয়ানদের নিয়ে সীমিত ওভারের সিরিজের দায়িত্বে ছিলেন দ্রাবিড়। এছাড়া বীরেন্দর শেবাগও হতে পারেন কোহলিদের কোচ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এল বাংলাদেশে, প্রশ্ন নুরের
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা