X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

নতুন গুঞ্জন, ভারতের কোচের দায়িত্ব ছাড়ছেন শাস্ত্রী!

স্পোর্টস ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩০

বিরাট কোহলি আর সাদা বলে ভারতকে নেতৃত্ব দিতে চাইছেন না। ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কের দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। এই গুঞ্জন না থামতেই আবার গুঞ্জন উঠেছে, কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছে রবি শাস্ত্রী! টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোচ হিসেবে তাকে দেখা যাবে না বলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) একটি সূত্রের দাবি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিন ছেপেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই চুক্তির মেয়াদ শেষ হবে শাস্ত্রীর। এরপর আর তিনি চুক্তির মেয়াদ বাড়াবেন না বলে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সূত্র। সংবাদমাধ্যমটির খবর, শাস্ত্রী এরই মধ্যে বিসিসিআইয়ের উচ্চপদস্থ কর্তাদের তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।

২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রথম দফায় ভারতের প্রধান কোচের দায়িত্ব সামলান শাস্ত্রী। পরবর্তীতে ২০১৯ সালের আগস্টে আবারও দুই বছরের চুক্তি করেন। সেই চুক্তির মেয়াদ শেষ হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হতে যাওয়া বিশ্বকাপ শেষে। কুড়ি ওভারের বিশ্ব আসর ১৭ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ১৪ নভেম্বর।

বিসিসিআইয়ের ওই সূত্রের দাবি, শাস্ত্রী এরই মধ্যে বিসিসিআইয়ের কর্তাদের জানিয়ে দিয়েছেন চুক্তির মেয়াদ শেষ হতেই তিনি আর দায়িত্বে থাকবেন না।

সত্যি যদি শাস্ত্রী সরে দাঁড়ান তাহলে ভারতের প্রধান কোচের পদে কে বসবেন, এমন আলোচনায় সবার আগে উঠে এসেছে রাহুল দ্রাবিড়ের নাম। বয়সভিত্তিক দলে কোচ হিসেবে সফল এই কিংবদন্তি কিছুদিন আগে ভারতের কোচ হিসেবে সফর করেছেন শ্রীলঙ্কায়। শাস্ত্রী-কোহলিরা টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে থাকায় শিখর ধাওয়ানদের নিয়ে সীমিত ওভারের সিরিজের দায়িত্বে ছিলেন দ্রাবিড়। এছাড়া বীরেন্দর শেবাগও হতে পারেন কোহলিদের কোচ।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন