X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সব ভুলে তাদের মিষ্টিমুখ

বিনোদন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৩:৪৭

নির্বাচনে চরম প্রতিদ্বন্দ্বিতা করা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বৈরি সম্পর্ক- সবই দেখা গেছে ওমর সানী-মৌসুমী জুটি ও জায়েদ খানের মধ্যে।

বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ওমর সানী-মৌসুমীর সঙ্গে সম্পর্কের টানাপড়েন তৈরি হয় মিশা সওদাগর-জায়েদ খানের। এরপর প্রকাশ্যে আসে তাদের মতবিরোধ। তবে সব ভুলে কাজসূত্রে একই ফ্রেমে বন্দি হলেন তারা। এমনকি একে অপরকে করালেন মিষ্টিমুখও। গতকাল (১৫ সেপ্টেম্বর) ‘সোনার চর’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সেখানেই মিষ্টিমুখ করান তারা।

জায়েদ খান নিজেই জ্যেষ্ঠ শিল্পী ওমর সানী ও মৌসুমীকে মিষ্টি খাইয়ে দেন। মৌসুমীও তাকে মিষ্টিমুখ করান। ছবিটি নির্মাণ করছেন নির্মাতা জাহিদ হোসেন।

সব ভুলে এমন মিষ্টিমুখ করে সিনেমায় অভিনয় প্রসঙ্গে জায়েদ খান বলেন, ‘দীর্ঘদিন ধরে পরিচালক জাহিদ ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল। একদিন পরিচালক সানী ভাইকে ফোনে ধরিয়ে দেন। সেদিন ভাইয়ের সঙ্গে কথা বলি। আমরা সিনেমার গল্প, অভিনয়সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। এই সময় সানী ভাই, মৌসুমী আপা আমাকে কিছু পরামর্শ দেন। কাজের ক্ষেত্রে অনুপ্রেরণা পেলাম।’

তিনি আরও বলেন, ‘সানী ভাই ও মৌসুমী আপার অভিনয় আমার সব সময়ই ভালো লাগে। যে কারণে তাদের সঙ্গে পর্দা শেয়ার করার ইচ্ছে ছিল। আশা করি, আমাদের সবার অংশগ্রহণে দারুণ একটি সিনেমা হবে এটি।’

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত হোতাপাড়ায় এর কাজ চলবে। এর কিছু অংশের দৃশ্যধারণ হবে পটুয়াখালীর সোনার চরে। এতে মৌসুমীকে নায়িকার বোনের ভূমিকায় দেখা যাবে। আর নবাগত একজন নায়িকার বিপরীতে থাকছেন জায়েদ। 

জাহাঙ্গীর সিকদার প্রযোজিত ‘সোনার চর’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহিসহ অনেকে।

/এম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
প্রেম নাকি বিয়ে, মুখ খুললেন ইলিয়ানা
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
এফডিসিতে মারামারি: যৌথ বৈঠকে যে সিদ্ধান্ত হলো
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!
সেন্সর বোর্ডের সিদ্ধান্ত, রাফীর সিনেমাটি প্রদর্শনের অযোগ্য!