X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

অস্কার ব্রুজনের ‘আগুনের গোলায় ঝাঁপ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ২১:৪০

হঠাৎ করেই দৃশ্যপটে অস্কার ব্রুজনের উপস্থিতি। ইংলিশ কোচ জেমি ডের জায়গায় স্প্যানিশ কোচের ওপর আস্থা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু কথা হচ্ছে, মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপের আগে মাত্র ১০ দিন হাতে পাবেন ব্রুজন। এই ক’দিনে জামাল ভূঁইয়াদের একসুতোয় গেঁথে পুরো দলকে নিজের ধাঁচে রপ্ত করে খেলানোটা নিঃসন্দেহে কঠিন চ্যালেঞ্জের। বহুদিন শিরোপা খরায় থাকা দলের দায়িত্ব, তাও আবার ঠিক সাফের আগে, এ যেন ‘আগুনের গোলায় ঝাঁপ’ দেওয়া মতো অবস্থা!

বসুন্ধরা কিংসের হয়ে এখন পর্যন্ত পাঁচটি ট্রফি জিতেছেন ব্রুজন। ঘরোয়া প্রতিযোগিতায় সাফল্যের বৃষ্টি ঝরালেও এএফসি কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে। কিংসে অধিকাংশই জাতীয় দলের খেলোয়াড়। পাশাপাশি উঁচু মানের বিদেশি ফুটবলারের সংযোগে সফলতা এসেছে।

জাতীয় দলে জামাল-তপুদের নিয়ে লড়াই করতে হবে ব্রুজনকে। ডে তিন বছর ধরে রক্ষণ সামলে প্রতিআক্রমণ নির্ভর ফুটবল খেলিয়েছেন। সেই জায়গায় স্প্যানিশ কোচ আক্রমণাত্মক ফুটবলে বিশ্বাসী। সম্পূর্ণ বিপরীত ধর্মী কৌশলে বাংলাদেশ দলের নতুন চ্যালেঞ্জের অপেক্ষা। তাছাড়া প্রতিপক্ষের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের পার্থক্য তো আছেই। সাফে ভারত-মালদ্বীপ-নেপাল তিন দেশই ‌র‌্যাঙ্কিংয়ে এগিয়ে। এছাড়া শ্রীলঙ্কা প্রবাসী ফুটবলার দলে টেনে চোখ রাঙানি দিচ্ছে। তাদের বিপক্ষে মাঠের লড়াই করে ফাইনালে জায়গা করে নেওয়াটা বেশ কঠিন।

এমন সমীকরণ মেনে ও জেনে ব্রুজনকে কঠিন পথ পাড়ি দিতে হবে। তবে তার জন্য সবচেয়ে বড় সুবিধা হলো, কিংসের হয়ে তিন বছর কোচিং করিয়ে এই দেশের ফুটবলারদের সম্পর্কে ভালো ধারণা পেয়েছেন। কে কোন পজিশনে খেলে থাকে। দুর্বলতা বা শক্তির দিক নিয়েও জানা আছে। তাই সাফ চ্যাম্পিয়নশিপে এগিয়ে যেতে হয়তো তা কাজে লাগবে।

আরেকটা সুবিধা হলো, তিনি এখন যে দলের কোচের দায়িত্বে আছেন, সেই কিংসে জাতীয় দলের খেলোয়াড়ের সংখ্যাই বেশি। তাই দল গঠন ও খেলোয়াড়দের কৌশল বোঝানোর কাজটা সহজ হবে অনেকটা। কাকে কোন পজিশনে খেলাবেন, কীভাবে খেলবেন- তার মস্তিষ্কে যেমন গাঁথা আছে, তেমনি খেলোয়াড়দের বেশিরভাগের জানা।

তবে অতীতের দিকে তাকালে দেখা যাবে অন্তর্বর্তীকালীন সময়ে কোনও কোচ দেশকে সাফল্য এনে দিতে পারেননি। ২০০৯ সালে ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডোকে ছাঁটাই করে স্থানীয় কোচ শহীদুর রহমান শান্টুকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়।

এছাড়া ২০১৫ সালে ইতালির কোচ ফাবিও লোপেজের জায়গায় মারুফুল হকের অধীনে কেরালা সাফে অংশ নেয় বাংলাদেশ। গ্রুপ পর্বও পেরোনো যায়নি।

ব্রুজন হয়তো অতীত জানেন। জানেন অনেক কিছুই। জেনেশুনে ‘আগুনের গোলায় ঝাঁপ’ দিচ্ছেন। তবু ৪৪ বছর বয়সী এই কোচ কঠিন পথ পাড়ি দিতে প্রস্তুতি নিচ্ছেন। এমনও হতে পারে এই স্প্যানিয়ার্ডের হাত ধরে বাংলাদেশের ফুটবলে আসবে নতুন কোনও সাফল্য!

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতার মৃত্যু: যুক্তরাষ্ট্র
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
ম্যারেজ কাউন্সেলিং সম্পর্কে যা কিছু জানা জরুরি
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
নিজ বাড়ির সামনে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
কয়রায় সুইডেনের প্রিন্সেস ক্রাউন ভিক্টোরিয়া
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই