X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের সেই ‘হতাশার দেয়াল’ আর থাকছে না 

হাবিপ্রবি প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০৯আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১০:০৯

প্রতিষ্ঠার ২২ বছর পার করেছে উত্তরের জেলা দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। দীর্ঘ সময় ধরে শিক্ষার্থীদের ফলাফল ঝুলিয়ে দেওয়া হয় ক্যাম্পাসের ভবনের একটি দেয়ালে। যেই দেয়ালকে শিক্ষার্থীরা নামকরণ করেছেন ‘হতাশার দেয়াল’ নামে। ডিজিটাল এই যুগে দেয়ালে ফলাফল প্রকাশের এ রীতি পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল সাধারণ শিক্ষার্থীরা। অবশেষে সেই দাবি মেনে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সেমিস্টার ফাইনালের ফলাফল প্রকাশ করা শুরু করেছে হাবিপ্রবি প্রশাসন। কৃষি ও সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের রেজাল্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ শুরু হয় বলে নিশ্চিত করেন হাবিপ্রবির পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. সাইফুর রহমান। আর এর মাধ্যমে বিলুপ্ত হতে যাচ্ছে শিক্ষার্থীদের কথিত সেই ‘হতাশার দেয়াল’।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. সাইফুর রহমান জানান, 'উপাচার্য মহোদয়ের সম্মতি ও সার্বিক দিকনির্দেশনার ফলে কাজটি দ্রুত সময়ের মাঝে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করার কারণে শিক্ষার্থীরা এখন দেশের যে কোনও প্রান্ত থেকে নিজেদের ফলাফল জানতে পারবেন, এমনকি প্রয়োজনে নিজের ফলাফল ডাউনলোড করতে পারবে। সর্বোপরি এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত যার সুবিধা শিক্ষার্থীরা সব সময় পেতে থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ‘পুরাতন রূপালী ব্যাংকের’ ভবন নামে পরিচিত ভবনটির দেয়ালে (হতাশার দেয়াল) ফলাফল ঝোলানোটা  দৃষ্টিকটু ছিল স্বীকার করে এই অধ্যাপক আরও বলেন, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও কন্ট্রোলার সেকসনের নোটিশ বোর্ডে এসেও শিক্ষার্থীরা নিজেদের ফলাফল দেখতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশের ব্যাপারে হাবিপ্রবির আইটি সেলের কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক মো. মেহেদী ইসলাম বলেন, 'উপাচার্য মহোদয়ের সহযোগিতার কারণে আইটি সেলের সিদ্ধান্ত গ্রহণের দীর্ঘসূত্রিতার অবসান হয়েছে। আমি হাবিপ্রবির আইটি সেলের পক্ষ থেকে উপাচার্য মহোদয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি সিএসই অনুষদের সম্মানিত ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক শাখা ও আইটি সেলে যারা দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এছাড়া সাধারণ শিক্ষার্থীদের জন্য অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডায়েরি অ্যাপটি প্লে-স্টোরে আপলোড করা হবে বলেও জানান আইটি সেলের কো-অর্ডিনেটর। তিনি বলেন, কিছু জটিলতা থাকায় সাময়িক সময়ের জন্য অ্যাপটি প্লে -স্টোরে পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী