X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভোট কেন্দ্রের বাইরে ককটেল হামলায় আহত ৪

খুলনা প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৬আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৭

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে ভোট কেন্দ্রের বাইরে ককটেল হামলায় চারজন আহত হয়েছেন। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ইউনিয়নের ৫নং ওয়ার্ড উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়া বারাকপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ আনসারের এক সমর্থককে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।

আহতরা হলেন- ইমরান শেখ, আহাদ শেখ, কামাল মল্লিক, আলমগীর মোল্লা ও সাগর। তাদের মধ্যে সাগর চেয়ারম্যান প্রার্থী শেখ আনসারের সমর্থক। 

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ চৌধুরী জানান, কেন্দ্রের বাইরে ককটেল হামলায় চারজন আহত হয়। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

তিনি আরও বলেন, ঘটনাস্থল আর কেন্দ্রের মাঝে একটু ব্যবধান আছে। ঘটনাস্থল থেকে পুলিশ আটটি ককটেল উদ্ধার করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের জোরদার অভিযান চলছে।     

এদিকে ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন খুলনার পুলিশ সুপার মাহবুব হাসান। তিনি বলেন, এ ঘটনায় অভিযান পরিচালনা করা হচ্ছে।

আহত সাগর জানান, সকালে বাসা থেকে বের হওয়ার পর সন্ত্রাসীরা তাকে পেটাতে শুরু করে। এরপর আহতাবস্থায় ফেলে চলে যায়। 

এদিকে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা ইউপির রাজেশ্বায় নির্বাচনি সহিংসতায় তিনজন আহত হয়েছেন। সকাল ৮টার দিকে আহত তিনজন ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থী কবির খানের সমর্থক। তারা হলেন- রেজাউল, সেলিম ও বাদশা। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
উপজেলা নির্বাচনমন্ত্রী-এমপিদের প্রভাব নিয়ে উদ্বেগ ডিসি ও এসপিদের
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ ইসির
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!