X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি মূর্খতা: শ ম রেজাউল

পটুয়াখালী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ২০:৪২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ২০:৪২

তত্ত্বাবধায়ক সরকারের দাবি বিএনপির নিতান্তই মূর্খতা বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেছেন, ‘প্রচলিত আইন অনুযায়ী নির্বাচন করবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন হবে বাংলাদেশের সংবিধানের অনুযায়ী।’

সোমবার (২০ সেপ্টেম্বর) বিকালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে বিএফডিসির নবনির্মিত মহিপুর ও আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সংবিধানে নিরপেক্ষ সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বলতে কিছু নেই। অতীতে থাকলেও দেশের সর্বোচ্চ আদালত বলছেন, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অনির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দেওয়ার কোনও বিধান নেই। বিএনপি তাদের জোট ও সহযোগীদের দাবি, সংবিধান পরিপন্থি। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসার যে স্বপ্ন দেখছে, তা কখনও সম্ভব নয়। মানুষ ভোট দেবে, ভোটের মাধ্যমে নির্ধারণ হবে কে ক্ষমতায় আসবে।’

এর আগে, দুপুর ১টার দিকে মন্ত্রী কলাপাড়া উপজেলায় অবস্থিত বিএফআরআই’র আওতাধীন নদী উপকেন্দ্রের অফিস কাম গবেষণাগারের ভবন উদ্বোধন করেন। সেখানে তিনি জেলেদের উদ্দেশে বলেন, ‘মৎস্য সম্পদের সমৃদ্ধি অর্জনে মৎস্য অহরণ ও বিপণনের বাধাসহ এ পেশায় সম্পৃক্তদের আধুনিক তথ্য প্রযুক্তি দিয়ে সহায়তা করছে সরকার। এর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবার সুবিধা নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জেলেদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। আবরোধকালীন সময়ে খাদ্য সহায়তার পাশাপাশি অন্যান্য সুবিধা দেওয়ার কথা ভাবছে সরকার। এছাড়া ভারতের সঙ্গে সমন্বয় করে আগামীতে অবরোধ কর্মসূচি দেয়া হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ, প্রকল্প পরিচালক জামাল হোসেন মজুমদারসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, অধিদফতর, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আধুনিক ব্যবস্থাপনা নিয়ে আজ থেকে শুরু প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী
সর্বশেষ খবর
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!