X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজস্থানের হয়ে পারফর্ম করতে পারাটা গর্বের: মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪২আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৪

সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার আইপিএলের দ্বিতীয় পর্বে নামছে মোস্তাফিজুর রহমানদের রাজস্থান রয়্যালস। রাত ৮টায় তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস। ম্যাচটি দেখাবে স্টার স্পোর্টস-১।

দ্বিতীয় পর্বে অনেক চ্যালেঞ্জ রাজস্থানের সামনে। বেশ কিছু বিদেশি খেলোয়াড় চলে যাওয়ায় এর প্রভাব যে পড়বে, তাতে সন্দেহ নেই। কিন্তু শুরুটা ভালোভাবে করতে মুখিয়ে মোস্তাফিজরা।

ম্যাচ শুরুর আগে কথা বলেছেন কাটার মাস্টার। বলেছেন, ‘এই ধরনের কন্ডিশনে খেলতে হলে শুরুতে ভালো করাটা জরুরি। যদি প্রসেস ঠিক থাকে, মাঠে এর প্রয়োগটা ঠিকমতো করতে পারলে জয় নিশ্চিত।’

প্রথম পর্বে ৭ ম্যাচে ৩ জয়ে রাজস্থানের সংগ্রহ ৬ পয়েন্ট। ফ্র্যাঞ্চাইজিটি দলগতভাবে সাড়া ফেলতে না পারলেও ব্যক্তিগতভাবে মোস্তাফিজের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। নিয়েছেন ৮ উইকেট। এর ওপর নিউজিল্যান্ডের বিপক্ষেও ছন্দে ছিলেন। এই সাফল্যের মূলমন্ত্র কী? জবাবে মোস্তাফিজ বলেছেন, ‘আমার কাছে বোলিংয়ের মানে এই নয়  অনেক ভ্যারিয়েশন থাকতে হবে। আমি বিষয়গুলো সহজভাবে দেখতে চেষ্টা করি। সেগুলো হলো- ভালো জায়গায় বোলিং, ভালো স্লোয়ার, দ্রুততর ইয়র্কার আর একটি বাউন্সার।’

রাজস্থানে প্রথমবার খেলতে পেরে নিজের অভিজ্ঞতার কথাও শুনিয়েছেন তিনি, ‘আইপিএলের সব দলই ভালো। তবে রাজস্থানে সময়গুলো ভীষণ উপভোগ করছি। আমরা আইপিএলের প্রথম চ্যাম্পিয়ন। তাই দলটির হয়ে পারফর্ম করতে পারাটা আমার জন্য গর্বের। এখানে আমার মূল্যটাও সেরকম। আশা করছি, বাকি মৌসুমে এভাবেই পারফর্ম করে যাবো।’      

সংযুক্ত আরব আমিরাতে এর আগেও খেলেছেন মোস্তাফিজ। এখানে বয়সভিত্তিক ক্রিকেটের অভিজ্ঞতা থাকায় ‘দ্য ফিজ’ এর কাছে মরুর দেশটি মোটেও অজানা নয়, ‘আমি এখানে ২০১৪ সালেও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছি। আমার কাছে এশিয়ার অন্যান্য দেশের মতোই মনে হয়। এমনকি বাংলাদেশের সঙ্গেও প্রায় মিল রয়েছে। জানি, এখানে প্রচুর গরম। কিন্তু বিষয়টি নিয়ে মোটেও উদ্বিগ্ন নই, আমি অভ্যস্ত।’

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!