X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

২৩ বছর পর হলো মানিকগঞ্জ মহিলা আ.লীগের কর্মীসভা

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২১, ২২:০৮

প্রায় দুই যুগ পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মানিকগঞ্জে জেলা মহিলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় জেলা ও উপজেলার মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নীনা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লক্ষ্মী চ্যাটার্জির সঞ্চালনায় কর্মীসভা উদ্বোধন করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন।

দিনব্যাপী কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। এছাড়া বক্তব্য রাখেন- মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, সহ-সভাপতি আজিজা খানম কেয়া, শিরীন নাঈম পুনম ও কহিনুর বেগম, যুগ্ম সম্পাদক শিরীন রোখসানা ও কামরুন্নেছা মান্নান, সাংগঠনিক সম্পাদক সোহেলী পারভীন রানু, এস কে আনার কলি পুতুল, ইসমত আরা হ্যাপি ও সুরাইয়া বেগম ইভা, নির্বাহী সদস্য সাকিনা পারুল ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী শিউলীসহ প্রতিটি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সভায় স্থানীয় নেতাকর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে না। এতে করে নেতাকর্মীদের মধ্যে নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না।

সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, দলকে শক্তিশালী করতে হলে নারীদের আরও এগিয়ে আসতে হবে। আগামী নভেম্বরের মধ্যে জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন করার করার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

দলীয় সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালের ২৭ ফেব্রুয়ারি মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিলো। এরপর ২৩ বছর সাত মাস পরে আজ আবার দলীয় কর্মীসভা অনুষ্ঠিত হলো।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!