X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

ছেলের জন্মদিনে মাশরাফির প্রার্থনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২১, ১৭:০৭আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১৭:০৭

একই দিনে বাবা-ছেলের জন্মদিন। ১৯৮৩ সালের ৫ অক্টোবর নড়াইলে জন্মগ্রহণ করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। ঠিক ৩১ বছর পর ২০১৪ সালের ৫ অক্টোবর জন্ম ছেলে সাহেল মুর্তজার। একই দিনে ছেলের জন্মদিন হওয়ায় আবেগ স্পর্শ না করে পারে না। তাই সামাজিক মাধ্যমে ছেলেকে নিয়ে বিশাল একটি পোস্ট করেছেন মাশরাফি। সেই অংশটি পাঠকদের জন্য হুবহু তুলে দেওয়া হলো-

প্রিয় সাহেল,

আজ তোর সাত বছর পূর্ণ হলো। তোর জন্মের পর আমার কেমন অনুভূতি ছিল তা পুরোটা মনে নেই, তবে এতটুকু মনে আছে আমি আমার মনের আনন্দ সবার সামনে প্রকাশ করতে পারছিলাম না।

সম্ভবত এটা আমার জীবনের বড় দুর্বলতার একটি। আজ আবার তোর বাবারও জন্মদিন, তোর দাদা-দাদির অনুভূতি হয়তো একই রকম। ব্যাপারটা কাকতালীয় হলেও আমার দারুণ লাগে। জন্মদিনে তোর জন্য স্পেশাল কিছু করতে না পারা হয়তো অনেকের চোখে ব্যর্থতা, কিন্তু তোর বাবার ক্ষেত্রে একই রকম হয়েছে। তোর বাবাও কোনও দিন এই দিনের অনুভূতিগুলো বোঝেনি। তোর বাবার খেলোয়াড়ি জীবন থেকে এই পর্যন্ত অনেকেই সেলিব্রেট করতে চাইলেও তা আর মন থেকে হয়নি। হয়তো পরিস্থিতির শিকার হয়ে দু-একবার অন্য কিছু করতে হয়েছে। তবে তুই এবং তোর বোন আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আবিষ্কার, এতে কোনও সন্দেহ নেই, যার জন্য মহান আল্লাহর কাছে আমি চিরকৃতজ্ঞ। 

আজ তোর সাত বছর হয়ে গেলো, চোখের সামনে দিয়ে কত বড় হয়ে যাচ্ছিস ব্যাপারটা ভাবতেও ভালো লাগে, আবার ভয়টাও আমার ওখানেই। কারণ, আল্লাহ তোর জন্য যে বয়স নির্ধারণ করে রেখেছেন, সেখান থেকে তোর একটা বছর আজ ঝরে গেলো। এই ভালো লাগা ও ভয়ের দোটানায় শুধু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোকে একটা সুস্থ ও সুন্দর জীবন দান করেন। আর তোর আয়ু অনেক বড় করে দেন।

এর পরেই ছেলের জন্য তার প্রার্থনা-
যে কয়দিন বাঁচবি...
তোর চোখ দুটো যেন ভালো কিছু দেখে
তোর কান দুটো যেন ভালো কিছু শোনে
তোর হাত দুটো যেন ভালো কিছু ধরে
তোর পা দুটো যেন সঠিক গন্তব্যে চলে
আর তোর হৃদয় যেন কখনও দুর্বলের জন্য সবল না হয়
মাথা উঁচু করে বেঁচে থাক বাপ
আল্লাহ বাঁচিয়ে রাখলে একদিন আমি সবার সামনে যেন বলতে পারি আমি সাহেলের বাবা। শুভ জন্মদিন বাপ আমার।

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
দুই ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের
টানা দ্বিতীয় জয়ের খোঁজে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
দুই ম্যাচ আগেই ভারতের কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ
সর্বশেষ খবর
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
নির্বাচনে জয়ের দুই মাস পর কাউন্সিলরের ১০ বছর কারাদণ্ড
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
তিন বিজয়ীকে পুরস্কার দিলো ‘হুর’
মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কি.মি., মোটরসাইকেলের ৫০
মহাসড়কে বাসের সর্বোচ্চ গতিসীমা ৮০ কি.মি., মোটরসাইকেলের ৫০
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
ভোটাররা ধান কাটতে থাকায় কেন্দ্রে আসেননি: সিইসি
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ