X
সোমবার, ২৬ মে ২০২৫
১২ জ্যৈষ্ঠ ১৪৩২

গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৪, ২১:২৫আপডেট : ০৭ মে ২০২৪, ২১:২৫

গ্রাম আদালতের জরিমানার পরিমাণ চার গুণ বাড়িয়ে আইন সংশোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ মে) জাতীয় সংসদে এ সংক্রান্ত ‘গ্রাম আদালত (সংশোধন) বিল-২০২৪’ পাস হয়েছে। বিদ্যমান আইনে গ্রাম আদালত সর্বোচ্চ ৭৫ হাজার টাকা জরিমানা করতে পারে। বর্তমানে তা বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

বিলের তফসিলে সাত ধরনের দেওয়ানি মামলার কথা উল্লেখ করা হয়েছে। এসব বিষয় গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য হবে। সেগুলো হলো— কোনও চুক্তি রসিদ বা অন্য কোনও দলিলমূল্যে প্রাপ্য অর্থ আদায়, কোনও অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা তার মূল্য আদায়ের মামলা, স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বছরের মধ্যে তার দখল পুনরুদ্ধারের মামলা, কোনও অস্থাবর সম্পত্তির জবরদখল বা ক্ষতির জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা, গবাদিপশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণের মামলা, কৃষিশ্রমিকদের পরিশোধ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায়ের মামলা এবং কোনও স্ত্রী তার বকেয়া ভরণপোষণ আদায়ের মামলা।

বিলে বলা হয়েছে, একজন চেয়ারম্যান এবং উভয় পক্ষ মনোনীত দুজন করে মোট পাঁচ জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন করা হবে। প্রত্যেক পক্ষের মনোনীত দুজন সদস্যের মধ্যে একজন সদস্যকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য হতে হবে।

বিলে আরও বলা হয়েছে, ফৌজদারি ও দেওয়ানি মামলার সঙ্গে কোনও নারীর স্বার্থ জড়িত থাকলে— সংশ্লিষ্ট পক্ষ সদস্য মনোনয়নের ক্ষেত্রে একজন নারীকে সদস্য হিসেবে মনোনয়ন দেবে। চার জন সদস্যের উপস্থিতিতে গ্রাম আদালতের সিদ্ধান্ত দুই-দুই ভোটে অমীমাংসিত হলে চেয়ারম্যান নির্ণায়ক ভোট দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
যুবলীগ নেতা ডাবলু রিমান্ডে
অনলাইন জুয়া রোধে অভিযান, ১ হাজারের বেশি এমএফএস অ্যাকাউন্ট বন্ধের উদ্যোগ
শেষ সময়েও অতিরিক্ত বলপ্রয়োগে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আ.লীগ নেতা, এসিল্যান্ডের দুঃখ প্রকাশ
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আ.লীগ নেতা, এসিল্যান্ডের দুঃখ প্রকাশ
যুবলীগ নেতা ডাবলু রিমান্ডে
যুবলীগ নেতা ডাবলু রিমান্ডে
‘শিল্প রক্ষায় ব্যর্থ হলে দুর্ভিক্ষ অনিবার্য’
‘শিল্প রক্ষায় ব্যর্থ হলে দুর্ভিক্ষ অনিবার্য’
চিকিৎসক-নার্স সংকট, অচল আইসিইউ, ব্যাহত চিকিৎসাসেবা
চিকিৎসক-নার্স সংকট, অচল আইসিইউ, ব্যাহত চিকিৎসাসেবা
সর্বাধিক পঠিত
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
সোমবার থেকে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রফতানি
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
রাস্তার পাশাপাশি মেট্রোস্টেশনে আন্দোলনকারীদের অবস্থান, ভোগান্তিতে যাত্রীরা
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ একাধিক দেশে সামরিক উপস্থিতি বিবেচনা করছে চীন: যুক্তরাষ্ট্র
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
সরকারি চাকরি অধ্যাদেশ জারি
বিক্ষোভে উত্তাল সচিবালয়
বিক্ষোভে উত্তাল সচিবালয়