X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সামাজিক যোগাযোগমাধ্যম গুজবের কাজে ব্যবহার হচ্ছে: আইজিপি

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২১, ২০:০৮আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ২০:০৮

বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম গুজব, ষড়যন্ত্র, মিথ্যা, কুৎসা ও চরিত্রহননের কাজে ব্যবহার হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলায় ভূমিহীনদের জন্য নির্মিত কবরস্থানের ফলক উন্মোচন শেষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আইজিপির নিজস্ব অর্থায়নে ২৯ শতক জমিতে নির্মিত কবরস্থান ও মসজিদের নামফলক উন্মোচন করা হয়। পরে বৃক্ষরোপণ করেন পুলিশ প্রধান।

তিনি বলেছেন, ‘সোশ্যাল মিডিয়া যখন আসতে শুরু করে, তখন পশ্চিমা দেশের গণমাধ্যম সিটিজেন রিপোর্টিংয়ের দরজা খোলার জন্য বলে। সিটিজেন রিপোর্ট হচ্ছে, একজন নাগরিক সংবাদ করবেন। কিন্তু বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম গুজব, ষড়যন্ত্র, মিথ্যা, কুৎসা ও চরিত্রহননের কাজে ব্যবহার হচ্ছে। এসবে সোশ্যাল মিডিয়া ভর্তি। হাজার হাজার গুজব, ষড়যন্ত্রের মাঝে একটা ভালো রিপোর্ট অনেক গুরুত্বপূর্ণ।’

বেনজীর আহমেদ বলেন, ‘এ ধরনের রিপোর্টিং থেকে আমরা উৎসাহিত হই। আমরা সোশ্যাল মিডিয়ার ভক্ত। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব, ওয়েবসাইট, টুইটার আছে। আমরা চাই, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করা।’

তিনি বলেন, ‘করোনাকালে দুঃখ-কষ্টে থাকা অনেক মধ্যবিত্ত মানুষ ফেসবুকে জানিয়েছে, তারা খেতে পারছে না। আত্মমর্যাদার কারণে তারা কোথাও লাইনে দাঁড়িয়ে খাবার আনতে পারছে না। আমরা তাদেরকে রাতের অন্ধকারে খাবার দিয়ে এসেছি। ধানশীল ব্যক্তিরা আমাদের এ কাজে অর্থ দিয়ে সহযোগিতাও করেছে। সোশ্যাল মিডিয়ার এ শক্তি রয়েছে। এ শক্তির আমরা প্রশংসা করছি। সোশ্যাল মিডিয়া বেশি বেশি করে সিটিজেন রিপোর্টিংয়ের দ্বার উন্মোচন করুক।’

আইজিপি আরও বলেন, ‘দেশে অভাবনীয় উন্নতি হয়েছে, এরকম একটি উন্নত দেশে মানুষের মৃত্যু হবে, আর তার কবরের জায়গা নেই- এমন সংবাদে স্ত্রীর অনুপ্রেরণায় লক্ষ্মীপুরের ভূমিহীন মানুষের জন্য এই ক্ষুদ্র প্রচেষ্টা নেওয়া হয়েছে।’

জেলা পুলিশের আয়োজনে সদর উপজেলার চরমনসা এলাকায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা। উপস্থিত ছিলেন- চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ