X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

দেড় বছর পর আবারও মুখরিত মধুর ক্যান্টিন

ঢাবি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২১, ১৫:৫৮আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ১৫:৫৮

বাংলাদেশের রাজনীতি চর্চার প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়-ঢাবি’র মধুর ক্যান্টিন। তবে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সীমিত পরিসরে রাজনৈতিক কর্মসূচি পালিত হলেও যেন স্বরূপে দেখা যায়নি মধুর ক্যান্টিনকে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ‘ক্যাম্পাস পরিচ্ছন্ন অভিযান’ কর্মসূচির মাধ্যমে আবারও স্লোগানে মুখরিত হয়ে ওঠেছে মধুর ক্যান্টিন। 

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। 

পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং  সভাপতিত্ব করেন সঞ্জিতচন্দ্র দাস।

কর্মসূচি উদ্বোধন ঘোষণাকালে আল নাহিয়ান খান জয় বলেন, ‘আমরাই পারি আমাদের ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে। এই স্লোগানকে ধারণ করে আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান। শুধু   বাংলাদেশ ছাত্রলীগ প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে হলগুলোতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে।’ এ সময় তিনি নেতাকর্মীদেরকে ছবির রাজনীতি না করে সুন্দরভাবে পরিচ্ছন্নতা অভিযান সফল করার আহ্বান জানান।

গণরুম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আল নাহিয়ান খান জয় বলেন, ‘অনেকে অভিযোগ করতে পারে, তবে সেই অভিযোগের সত্যতা থাকতে হবে।  ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী চায় যেন সকল শিক্ষার্থীর আবাসন নিশ্চিত করা হয়। আর আমরা কখনই গণরুম চাই না। বিগত বছরগুলোতে আমরা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে ভর্তি হওয়ার পর হলে থাকার বৈধতা পায় না। প্রশাসনের সঙ্গে কথা বলে  আমরা বাংলাদেশ ছাত্রলীগ তাদের একটি রুমে রাখার ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করতে একটা একটা করে হল করে দিচ্ছেন।  আমরা আশা করছি, আগামীতে আর কোনও গণরুম থাকবে না। তার জন্য আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।’

লেখক ভট্টাচার্য বলেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যেই সারা বিশ্বে রোল মডেল হিসেবে পরিণত হয়েছেন।  তারই ধারাবাহিকতায় আমরা দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছি। প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ  যে পরিচ্ছন্নতা অভিযান শুরু হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক হলের নেতাকর্মীরা এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবেন।  মহামারি মোকাবিলা করে দীর্ঘদিন পর আমরা আবার ক্যাম্পাসে ফিরে এসেছি। নিজেদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে বরাবরের মতো ছাত্রলীগ বিভিন্ন অপশক্তির ও দুর্যোগ মোকাবিলায় যে অবদান রেখেছে, তা যেন প্রমাণ করি।’

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা