X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

প্রেমিকার সাবেক প্রেমিককে বাসের জানালা দিয়ে ফেলে হত্যা

গাজীপুর প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ২১:০০আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:২৬

গাজীপুরে ত্রিভুজ প্রেমের বিরোধের জেরে কলেজছাত্র হাবিবুল বাশার জয়কে (২০) হত্যার ঘটনার প্রায় এক বছর পর রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই জানায়, জয়কে মারধর করে চলন্ত গাড়ি থেকে ফেলে দিয়ে হত্যা করেছে কথিত প্রেমিকা ও তার অপর প্রেমিক। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাকছুদের রহমান জানান, চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

হাবিবুল বাশার জয় ঢাকার আশুলিয়া থানার কবিরপুর এলাকার রহিজ উদ্দিনের ছেলে এবং স্থানীয় আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় গ্রেফতার তানহা জুবায়ের (২৫) ঢাকার আশুলিয়া থানার বাড়ইপাড়া এলাকার মৃত শাহ আলম স্বর্ণকারের ছেলে।

আসামির স্বীকারোক্তির বরাত দিয়ে পিবিআইয়ের এসপি জানান, গত বছরের ১১ সেপ্টেম্বর দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কাশিমপুরের তেঁতুইবাড়ী এলাকায় ইমপ্রেস টেলিফিল্ম লি. (চ্যানেল আই)-এর বাংলোর সামনের সড়ক থেকে জয়কে আহত অবস্থায় উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন এলাকাবাসী। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে এজাহারনামীয় দুই জন এবং অজ্ঞাত তিন-চার জন আসামির বিরুদ্ধে কাশিমপুর থানায় এজাহার দায়ের করেন। প্রায় দুই মাস কাশিমপুর থানা পুলিশ মামলাটি তদন্ত করে। মামলাটির প্রায় দুই মাস তদন্তকালে কোনও রহস্য উদ্ঘাটন করতে পারেনি গাজীপুর মেট্রোপলিটন (জিএমপির) কাশিমপুর থানা পুলিশ। পরবর্তী সময়ে পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে এ খুনের মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় গাজীপুরের পিবিআইকে। পিবিআইর তদন্ত কর্মকর্তা তথ্য-প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় জড়িত তানহা জুবায়েরকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে ১২ সেপ্টেম্বর দিবাগত ভোররাতে গ্রেফতার করেন। আদালতে তিনি ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের নাম উল্লেখ করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর পরিপ্রেক্ষিতে ক্লুলেস ও চাঞ্চল্যকর এ হত্যার রহস্য উন্মোচন হয়েছে।

তিনি আরও জানান, গত বছর করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় কোচিংয়ে ক্লাস করতে গিয়ে কলেজছাত্র জয়ের সঙ্গে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীর পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছু দিন পর ওই ছাত্রী রাজধানীর একটি বেসরকারি পলিটেকনিক কলেজের ছাত্র সজীব হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এ নিয়ে জয়ের সঙ্গে মেয়েটির বিরোধ দেখা দেয়। বিষয়টি জানতে পেরে অপর প্রেমিক সজীব তার বন্ধুদের নিয়ে জয়কে মারধর করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত বছরের ১১ সেপ্টেম্বর বাড়ইপাড়া বাসস্ট্যান্ড থেকে সহযোগীদের নিয়ে ঠিকানা পরিবহনের একটি বাসে ওঠে সজীব। পথে মোবাইল ফোনে যোগাযোগ করে কবিরপুর থেকে ওই ছাত্রীকে একই বাসে ওঠায় সজীব। এ সময় মেয়েটির পিছু নিয়ে একই বাসে ওঠে জয়। বাসে জয়ের সামনের সিটে সজীবের সঙ্গে পাশাপাশি ঘনিষ্ঠ হয়ে বসে মেয়েটি। এতে জয় উত্তেজিত হয়ে উঠলে সজীবের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। এ সময় সজীবের সহযোগীরা জয়কে মারপিট করে চলন্ত বাসের জানালা দিয়ে তেঁতুইবাড়ী এলাকায় সড়কের ওপর ফেলে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

 

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ