X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র প্রতিরোধের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২১, ২২:১৯আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ২২:১৯

দেশে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র কঠোর হস্তে দমন করার জন্য আহ্বান জানিয়েছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-নাগরিক সংগঠন। ইতিহাসের ঐতিহ্যময়তা ভেঙে যারা দেশে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার অপকর্ম করছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবিও জানান দল ও সংগঠনের নেতারা। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) পৃথক-পৃথক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। ইতোমধ্যে সরকার ও ক্ষমতাসীন দলের পক্ষ থেকেও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

ঐক্য ও সংহতি দৃঢ়ভাবে রক্ষা করার আহ্বান বিএনপির

দেশে সাম্প্রদায়িক সংহতি বিনষ্টের ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি’র পক্ষ থেকে ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে দেশবাসীকে সকল উস্কানির মুখে শান্ত থেকে নিজেদের ঐক্য ও সংহতি দৃঢ়ভাবে রক্ষা করার আহবান জানাচ্ছি। এছাড়া দলটির সহযোগী সংগঠন ওলামা দলও সম্প্রীতি নষ্টের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।

সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান

সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির কৌশল হিসাবে কিছু গোষ্ঠী বারবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানায়। বৃহস্পতিবার দলের পলিট ব্যুরোর সভায় এ প্রতিবাদ জানানো হয়। পার্টি মনে করে,‘লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনায় যুক্ত ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হিসাবেও প্রতিদ্বন্দ্বিতা করছে।’

নিরপেক্ষ তদন্তের দাবি সাইফুল হকের

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অনতিবিলম্বে উসকানিমূলক তৎপরতাসহ সমগ্র ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচারবিভাগীয় তদন্ত এবং প্রকৃত অপরাধী ও সন্ত্রাসীদের চিহ্নিত, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

গ্রেফতারের দাবি

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিটি লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু কেন্দ্রীয় কমিটির পক্ষে এক বিবৃতিতে দেশের বিভিন্ন এলাকায় পূজামণ্ডপে হামলা-ভাঙচুর, লুটপাটে যুক্তদের গ্রেপ্তার ও বিচার এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জাতি-ধর্ম নির্বিশেষে সকল জনগণের প্রতি আহ্বান জানান।        

ষড়যন্ত্রকারীরা কখনও দেশে সম্প্রীতি চায়নি

গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন, ‘ষড়যন্ত্রকারীরা কখনও বাংলাদেশের শান্তি ও সম্প্রীতি চায়নি। তাদের কাজই হচ্ছে দেশে অশান্তি সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করা। তাই সকল সচেতন নাগরিকদের প্রতি আহবান থাকবে যে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’

সাম্প্রদায়িক উস্কানিতে উত্তেজিত হবেন না

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের পক্ষে ভারপ্রাপ্ত সমন্বয়কারী ফখরুদ্দিন কবির আতিক এক বিবৃতিতে কোনও প্রকার পরিকল্পিত সাম্প্রদায়িক উস্কানিতে উত্তেজিত না হয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা রক্ষার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানান।

ইতিহাসের ধারাবাহিকতা বিনষ্টের গভীর ষড়যন্ত্র

ইতিহাসের ধারাবাহিকতা, সম্প্রীতি ও স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র রুখে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন সম্মিলিত সামাজিক আন্দোলনের দায়িত্বশীল বিশিষ্ট নাগরিকেরা। এক বিবৃতিতে তারা বলেন, ‘শারদীয় দুর্গাপূজা ঐতিহাসিকভাবেই এই জনপদের সম্প্রীতি ও ঐতিহ্যকে ধারণ করে বাঙালি সংস্কৃতির একটি বৃহৎ অংশ দখল করে আছে। বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে ঈদ, পূজা, বর্ষবরণ, পৌষ পার্বণসহ নানাবিধ উৎসবে ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার বছর ধরে সম্প্রীতির ইতিহাসকে ধারণ করে চলে আসছে।’

এতে উল্লেখ করা হয়, দুর্ভাগ্যজনক সত্য হলো আমাদের মহান স্বাধীনতা ও বাংলাদেশের অগ্রযাত্রাকে যারা মেনে নিতে পারেনি তারাই স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে নানাভাবে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে নিজেদের হীনস্বার্থ হাসিল করার অপচেষ্টা চালিয়ে আসছে।

তারা বলেন, দেশের ইতিহাসকে মুছে দেবার গভীর ষড়যন্ত্র কতিপয় সুবিধাবাদী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এই বিষয়ে সরকারের সকল সংস্থা, দেশের সকল বিবেকবান নাগরিক রাজনৈতিক-সামাজিক, ছাত্র-যুব-নারী ও শ্রেণিপেশার মানুষদের সতর্ক থাকার আহ্বান জানাই। দেশের ইতিহাসের ঐতিহ্য ও সম্প্রীতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ান। চিহ্নিতকরণ দুর্বৃত্তদের এবং এদের আইনের কাঠগড়ায় দাড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি বিধান করুন।

সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ  স্বাক্ষরিত বিবৃতিতে সুলতানা কামাল, পঙ্কজ ভট্টাচার্য, রামেন্দু মজুমদার, ডা. সারওয়ার আলী, খুশী কবির, রোকেয়া কবির, রাশেদা কে চৌধুরী, এস. এম. এ সবুর, অধ্যাপক এম.এম আকাশ, অধ্যাপক রোবায়েত ফেরদৌসসহ অনেকের নাম উল্লেখ করা হয়।

সরকার ও আইন শৃঙ্খলারক্ষা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান সুজনের

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

সংগঠনের সভাপতি এম. হাফিজউদ্দিন খান  ও সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা সরকার ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি কঠোর হস্তে এসকল অপতৎপরতা দমন করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সমাজের সচেতন মানুষদেরকে সদাসতর্ক থেকে এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। কেননা একমাত্র সামাজিক প্রতিরোধই রুখতে পারে সকল অপতৎপরতা রুখে দিতে।’

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন