X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

মোবাইল মেরামত পেশার অপরাধ বন্ধে ৫ দফা দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ অক্টোবর ২০২১, ১৩:০৩আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ১৩:০৩

দেশে মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে পাঁচ দফা দাবি কার্যকর ও সাংগঠনিক উদ্দেশ্য বাস্তবায়নে মানববন্ধন করেছে 'বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন'। রবিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের অংশ নেন সারা দেশ থেকে আসা টেকনিশিয়ানরা।

আয়োজকরা জানান, বিসিপিআরটিএ সংগঠনটির মূল উদ্দেশ্য হলো - মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে সরকার ও আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা প্রদান এবং এ পেশায় নিয়োজিত ব্যক্তিদের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও গ্রাহক সেবার মান নিশ্চিত করা। 

মানববন্ধনে সংগঠনের মহাসচিব হাজবুল আলম জুলিয়েট বলেন, একটি দেশ তখনই স্বয়ংসম্পূর্ন হয় যখন সে দেশে কারিগরি শিক্ষার উন্নয়ন ও কারিগরি শিক্ষা বিস্তার ঘটে। বর্তমান সরকারের আন্তরিকতায় বাংলাদেশে সেলফোন প্রযুক্তির ও দ্রুত গতির ইন্টারনেট সেবার উন্নয়ন হয়েছে। ফলে বাংলাদেশের সকল টেকনিশিয়ান ইন্টারনেট সেবার মাধ্যমে নিজ উদ্যোগে এ কারিগরি শিক্ষা গ্রহণ করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে।

তবে বর্তমানে কিছু আইনি জটিলতা ও কিছু বিপথগামী টেকনিশিয়ান এ কারিগরি শিল্পকে অপব্যবহার করে এ পেশাকে কলুষিত করছে বলেও অভিযোগ করেন তিনি। আর এর ফলে অন্যান্য টেকনিশিয়ানরা হয়রানির শিকার হচ্ছেন। 

তিনি দাবি করেন, কারিগরি শিল্পের উন্নয়নে আইন প্রণয়ন ও এ শিল্পকে নীতিমালার আওতায় আনলে লাভজনকভাবে দক্ষ জনশক্তি গড়ে উঠবে। এতে বেকার সমস্যাও কিছুটা লাঘব হবে বলেও মনে করেন তিনি।

মোবাইল ফোন মেরামত পেশার দ্বারা সংঘটিত অপরাধ বন্ধে সংগঠনটি থেকে দাবি জানান, বাংলাদেশে মোবাইল ফোন মেরামত পেশাকে একটি স্বীকৃত টেকনিশিয়ান পেশা হিসাবে ঘোষণা করতে হবে; অপরাধ বন্ধ ও অপরাধীদের নিরুৎসাহিত করতে নতুন আইন বাস্তবায়ন করতে হবে; সাংগঠনিক কার্যক্রমের স্বীকৃতি দিতে হবে; আরপিএল ব্যবস্থা চালু করাসহ নতুন টেকনিশিয়ানদের ব্যবসা পরিচালনার জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা প্রদান করতে হবে।

বিসিপিআরটিএ এর আহ্বায়ক মাসুদুর রহমান খানের সভাপতিত্বে মানববন্ধন আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সচিব জনী চন্দ্র দাস, হাফিজুর রহমান মিলন, ওমর ফারুক প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
চিকিৎসা-খাদ্য-কৃষি সরঞ্জামের আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে ঢাকায়
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!