X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে বন্দুকযুদ্ধে পাকিস্তানি কমান্ডোদের হাত দেখছে ভারত: এনডিটিভি

বিদেশ ডেস্ক
১৮ অক্টোবর ২০২১, ০০:৫৩আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২২:০৪

কাশ্মিরের পুঞ্চ জেলার একটি জঙ্গলে আট দিন ধরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের লড়াই চলছে। লড়াইয়ের তীব্রতা দেখে ভারতের সেনাবাহিনী ও পুলিশের ধারণা, এসব সন্ত্রাসী পাকিস্তানি কমান্ডোদের কাছ থেকে প্রশিক্ষণ পেয়েছে। নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাতে এই খবর জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

গত সোমবার থেকে চলা লড়াইয়ে ভারতের দুই জুনিয়র কমিশন অফিসারসহ নয় সেনা সদস্য নিহত হয়েছে। গত কয়েক বছরের মধ্যে কাশ্মিরে এটাই সবচেয়ে প্রাণঘাতী বন্দুকযুদ্ধ।

তবে এই বন্দুকযুদ্ধে কোনও সন্ত্রাসী নিহত হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। কেননা, এখন পর্যন্ত কোনও মরদেহ উদ্ধার হয়নি। ৮-৯ কিলোমিটার জঙ্গল এলাকায় লড়াই চলছে। এলাকাটি শক্ত নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে।

সন্ত্রাসী গোষ্ঠীটির সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর প্রথম লড়াই শুরু হয় গত ১০ অক্টোবর রাতে। সেদিনই এক জুনিয়র কমিশন অফিসারসহ ৫ সেনা সদস্য নিহত হয়। নিয়ন্ত্রণরেখার কাছাকাছি এলাকায় অবস্থিত পুঞ্চ জেলার ডেরাওয়ালি গলিতে এই লড়াই চলে।

ওই ঘটনার পর বৃহস্পতিবার নার খাস জঙ্গলে সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। সে সময় দুই সেনা নিহত এবং আরও দুই জন নিখোঁজ হয়। দুই দিন পর জোরালো তল্লাশিতে তাদেরও মরদেহ পাওয়া যায়।

সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে, সন্ত্রাসী দলটি যেভাবে ক্ষয়ক্ষতি করতে সক্ষম হয়েছে আর আট দিন ধরে হাজার হাজার নিরাপত্তা সদস্যের চোখ এড়াতে সক্ষম হয়েছে, তাতে মনে হয় তারা পাকিস্তান সেনাবাহিনীর এলিট কমান্ডোদের প্রশিক্ষণপ্রাপ্ত।

গ্রুপটিতে পাকিস্তানি কমান্ডো থাকতে পারে বলেও ধারণা করছে ভারতীয় বাহিনী। ‘তবে কাউকে হত্যা করা গেলেই কেবল নিশ্চিত হওয়া যাবে,’ বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

ধারণা করা হচ্ছে, এই মুহূর্তে সন্ত্রাসীদের কোণঠাসা করে ফেলা গেছে। আর সেনাবাহিনীর প্যারা কমান্ডো এবং হেলিকপ্টারের সহায়তায় খুব শিগগিরই এই প্রাণঘাতী লড়াইয়ের অবসান ঘটানো যাবে বলে আশা করছে ভারতীয় বাহিনী।

 

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!