X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

এলআরবি'র পুরনো নাম নিয়ে স্বপনের নতুন ব্যান্ড

বিনোদন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ১৪:৫৮আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৫:৪৩

১৯৯১ সালের ৫ এপ্রিল আইয়ুব বাচ্চুর হাত ধরে প্রতিষ্ঠিত হয় ‘এলআরবি’ ব্যান্ড। যার পুরো নাম ছিলো- লিটল রিভার ব্যান্ড।

শুরুটা হয়েছিল ইংরেজি গানের কাভার দিয়ে। রক, সফট রক, হার্ড-রক, ব্লুজ, অল্টারনেটিভ রক, মেলোডি- এমন নানা জনরার গানের সাথে শ্রোতাদের পরিচয় হতে থাকে এই ব্যান্ডের মাধ্যমে। এরপর মৌলিক গানে ফিরে তো ইতিহাস। 

কিন্তু পরে জানা যায় যে, এই একই নামে (লিটল রিভার ব্যান্ড) অস্ট্রেলিয়াতে আরেকটি ব্যান্ড রয়েছে। 

এমন অবস্থায় ‘এল-আর-বি’ এই তিনটি অক্ষর ঠিক রেখে এর ভেতরের শব্দার্থ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। ‘লিটল রিভার ব্যান্ড’ বাদ দিয়ে করা হলো ‘লাভ রানস ব্লাইন্ড’।

তবে এতোকাল পর প্রথম নামটি ফিরে আনলেন এলআরবির আরেক প্রতিষ্ঠাতা সদস্য সাইদুল হাসান স্বপন। আর এর জানানটা পাওয়া গেলো আজ (১৮ অক্টোবর) আইয়ুব বাচ্চুর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে। স্বপন ও আইয়ুব বাচ্চু

‘লিটল রিভার ব্যান্ড’ নামে নতুন কার্যক্রম শুরু করেছেন স্বপন। আজ আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে প্রকাশও করেছেন নতুন গান। 

‘ইন মেমোরি অব আইয়ুব বাচ্চু’ নামের গানটি অবমুক্ত করা হয়েছে ‘লিটল রিভার ব্যান্ড’ নামের ইউটিউব চ্যানেল থেকে।

‘লিটল রিভার ব্যান্ড’ নামটি ফিরিয়ে আনা প্রসঙ্গে স্বপন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘আমার ভালোলাগার যাত্রা হয় ‘লিটল রিভার ব্যান্ড’ থেকে। যেহেতু নামটি বস (আইয়ুব বাচ্চু) বাতিল করেছেন, আবার এলআরবি বন্ধ করে দেওয়া হয়েছে, তাই পুরনো নামটি বেছে নিলাম। এখানে এলআরবি ব্যান্ডের কোনও যোগসূত্রতা নেই। আমি আমার সংগীত জীবন যেভাবে শুরু করেছি, সেখানেই আবার ফিরে গেছি।’’

২০১৮ সালে আইয়ুব বাচ্চুর মৃত্যুর পর এলআরবি নিয়ে নতুন সংকট দেখা দেয়। ভোকাল হিসেবে বালাম, মিজানসহ অনেকে হাল ধরার চেষ্টা করেন। এরপর ব্যান্ডের অন্যতম সদস্য সাইদুল হাসান স্বপন ও গোলামুর রহমান রোমেল আলাদাভাবে শো করায় ব্যান্ডটি নিয়ে নানা প্রশ্ন ওঠে সংগীতাঙ্গনে। এরপর পরিবারের আপত্তিতে ব্যান্ডটির কার্যক্রম বাতিল করা হয়।
 
তবে পুরনো নামের মাধ্যমে ব্যান্ডটিকে আরও একবার মনে করিয়ে দিলেন স্বপন। তাদের নতুন গান ‘ইন মেমোরি অব আইয়ুব বাচ্চু’র কথা লিখেছেন হ্যাভেন ও রনি।

এতে কণ্ঠ দিয়েছেন রনি। আর বেজ গিটার বাজিয়েছেন সাইদুল হাসান স্বপন। ড্রামসে ছিলেন রিয়াদ সরয়ার, গিটারে পুষ্প ফেরদৌস ও কাজী আনান।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
আমার এত সাহস নেই: প্রিয়াঙ্কা
পাভেলের বস অপি করিম!
পাভেলের বস অপি করিম!
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
‘কেক কাটতে আমার ভীষণ বোকা বোকা লাগে’   
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...
নতুন সম্পর্কে আদিত্য, কিন্তু...