X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিদেশ যেতে বিমানবন্দরে এসে না ফেরার দেশে আবু মুসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২১, ২০:১৮আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ২০:১৮

ভাগ্য বদলাতে দুবাই যাওয়ার কথা মোসলেম মিয়া ওরফে আবু মুসার। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে এসেছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সন্ধ্যা ৭টায় ফ্লাই দুবাইয়ের ফ্লাইট ধরতে বিমানবন্দরে এসে মারা গেছেন তিনি।

জানা গেছে, দুপুরে বিমানবন্দরে প্রবেশ করেন মোসলেম মিয়া ওরফে আবু মুসা। করোনা পরীক্ষার লাইনে দাঁড়ানোর পর অজ্ঞান হয়ে পড়েন তিনি। বিমানবন্দরের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন। তবে এরমধ্যেই মারা যান তিনি।

মোসলেম মিয়ার শ্যালক শাহাদাত হোসেন বলেন, প্রায় ১০ বছর ধরে দুবাইয়ে আছেন মোসলেম মিয়া ওরফে আবু মুসা। জানুয়ারিতে ছুটিতে দেশে আসেন। আরব আমিরাতের নিষেধাজ্ঞার কারণে আটকা পড়ে যান তিনি। সম্প্রতি আবারো ফ্লাইট চালু হলে কাজে ফেরার জন্য দুবাই যেতে প্রস্তুতি নেন তিনি। তবে তার আর কাজে ফেরা হয়নি।

এক ছেলে ও এক কন্যার পিতা মোসলেম মিয়া ওরফে আবু মুসা। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে যাচ্ছে এসেছে। চট্টগ্রামের ফটিকছড়িতে তাকে দাফন করা হবে।

বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্ক জানিয়েছে, এই প্রবাসী যাত্রী বোর্ডিং কার্ড নেওয়ার আগেই মারা গেছেন। তিনি যাত্রার পূর্বে করোনা পরীক্ষার জন্য প্রবাসীকল্যাণ ডেস্কে এসে প্রত্যয়নপত্র নিয়েছিলেন। 

প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা ফখরুল আলম  বলেন, ওই যাত্রী প্রত্যয়নপত্র নিয়ে যাওয়ার সময় মাথা ঘুরে পড়ে যান। তাকে বিমানবন্দরের স্বাস্থ্য ডেস্কে তাৎক্ষণিক নিয়ে যাওয়া হয়। সেখানকার স্বাস্থ্য কর্মকর্তা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে দেখেন তিনি মারা গেছেন। তার পরিবারকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা অনুদানের চেক দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অ্যাম্বুলেন্সে করে তার মরদেহ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়‌।

বিমানবন্দরে স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, অসুস্থ যাত্রীর খবর পেয়েই আমরা প্রাথমিক চিকিৎসা শুরু করি। এরমধ্যেই তিনি  মারা যান। আমরা ধারণা করছি তিনি হার্ট অ্যাটকে মারা গেছেন।

/সিএ/এমআর/
সম্পর্কিত
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!