X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের

নীলফামারী প্রতিনিধি
২২ অক্টোবর ২০২১, ১৮:৩৯আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৮:৩৯

নীলফামারীর ডিমলা-ডালিয়া পয়েন্টে তিস্তার বন্যার উন্নতি হলেও দুর্ভোগ কমেনি জেলার ডিমলা ও জলঢাকার বানভাসি মানুষের। বন্যা পরবর্তী তিস্তা পারের মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে। পরিবার-পরিজন নিয়ে বিড়ম্বনায় রয়েছেন ওই দুই উপজেলার ৩০ গ্রামের প্রায় ৩৫ হাজার মানুষ।

শুক্রবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় বিপদসীমার (৫২ দশমিক ৬০) ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে বন্যার পানি প্রবাহিত হচ্ছে। তবে গত বুধবার (২০ অক্টোবর) ভারী বর্ষণ আর উজানের ঢলে ওই পয়েন্টে বিপদসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হয়। এসময় ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) তিস্তাবেষ্টিত এলাকায় রেড অ্যালার্ট জারি করে।

গত মঙ্গলবার শুরু হওয়া বন্যায় নীলফামারী জেলার দুই উপজেলার নিম্নাঞ্চলসহ ওই দুই উপজেলার (ডিমলা ও জলঢাকা) হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ে। সবাই জীবন বাঁচার তাগিদে বাড়িঘর সরানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। এ অবস্থায় বানভাসিদের হাতে কাজ না থাকায় আয় উপার্জন বন্ধ হয়ে গেছে। বন্যার পানিতে জলাবদ্ধতা তৈরি হওয়ায় রান্না ঘরে চুলা পর্যন্ত জ্বলছে না। কোনও রকমে শুকনা খাবার খেয়ে দিন যাপন করছেন হাজার হাজার পরিবার। অপরদিকে, শিশু খাদ্য সংকটে পড়েছে বানভাসি পরিবারের অভিভাবকরা।

পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের

নীলফামারী ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিনটি গ্রাম একবারে নদীর করাল গ্রাসে। ওই তিন গ্রামে বাস করেন অন্তত দশ হাজার মানুষ। নদীকে ঘিরে চলে তাদের জীবনযাত্রা। ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে বিপাকে পড়েছে। বাধ্য হয়ে উপজেলার বাইরে গিয়ে অন্যের বাসাবাড়িতে কাজ করে, রিকশা চালিয়ে এখন সংসার চালাতে হচ্ছে তাদের।

পূর্ব ছাতনাই কলোনি গ্রামের তোফাজ্জুল হোসেন (৫৭) বলেন, ভারতের বন্যা ও উজানের পাহাড়ি ঢল এলে তিস্তার পানি বেড়ে যায়। নিমেষেই তলিয়ে যায় এলাকার শত শত গ্রাম। রক্ষা করা যায়নি বসতভিটা, গরু ছাগল, হাঁস, মুরগী, জমির ফসল ও শত শত একর পুকুরের মাছ।

তিনি বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি জেলার বিশেষ করে ডিমলার ছয়টি ইউনিয়নের ১০ হাজার মানুষের। এখনও পানিতে তলিয়ে রয়েছে নিম্নাঞ্চলসহ কিছু কিছু ঘরবাড়ি। সরকারিভাবে যেটুকু সহযোগিতা করা হচ্ছে, সেটিও পর্যাপ্ত নয়।

পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের

পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, বানভাসি মানুষের বন্যা পরবর্তী পুনর্বাসন জরুরি হয়ে পড়েছে। ঘরবাড়ি স্থাপনসহ আর্থিক সহায়তার একান্ত দরকার।

জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, বন্যা কবলিত এলাকার প্রায় ৪৯ মেট্রিক চাল, ১০ লাখ টাকা ও প্রচুর শুকনো খাবার বিতরণ করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী যেখানে যতটুকু লাগে দেওয়া হবে। তাদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
পাঁচ মাস পর অবশেষে মুক্তির বার্তা
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
এমপিপুত্র প্রার্থী হওয়ায় ‘আগুন জ্বলছে’ সেলিম প্রধানের গায়ে
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!