X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

২ মিনিটেই শেষ মুহিবুল্লাহ কিলিং মিশন, অংশ নেয় ১৯ জন

টেকনাফ প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৭:০০আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৭:০০

প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই রোহিঙ্গাদের শীর্ষনেতা মো. মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে অংশ নেয় ১৯ জন। এর মধ্যে পাঁচ জন ছিল অস্ত্রধারী। দুই মিনিটেই শেষ কিলিং মিশন। হত্যায় সরাসরি অংশ নেওয়া চার জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) দুপুর ১টায় ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার (এসপি) নাঈমুল হক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

হত্যাকাণ্ডের পরিকল্পনার বিবরণ তুলে ধরে তিনি বলেন, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে ১৯ জন সন্ত্রাসী অংশ নেয়। হত্যার দুই দিন আগে মরগজ পাহাড়ে বৈঠক করে তারা। সেখানে পাঁচ জনকে কিলিং মিশন শেষ করার নির্দেশ দেওয়া হয়। মুহিবুল্লাহকে গুলি করার সময় পাঁচ জন অংশ নেয়। দুই মিনিটেই হত্যার মিশন শেষ করে তারা। বাকিরা বাইরে পাহারায় ছিল।

শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে লম্বাশিয়া লোহার ব্রিজ এলাকা থেকে একটি ওয়ান শুটারগানসহ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত আজিজুল হককে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তিতে মোহাম্মদ রশিদ প্রকাশ মুর্শিদ আমিন, মো. আনাছ ও নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়। তারা হত্যায় সরাসরি অংশ নেয়।

গ্রেফতার আজিজুল

গ্রেফতার আজিজুল হক উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা, রশিদ প্রকাশ মুর্শিদ আমিন কুতুপালং ক্যাম্প-১-এর ডি ৮ ব্লকের আব্দুল মাবুদের ছেলে, মো. আনাছ একই ক্যাম্পের বি ব্লকের ফজল হকের ছেলে ও নুর মোহাম্মদ একই ব্লকের নুর ইসলামের ছেলে। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। তাদের মধ্যে মোহাম্মদ ইলিয়াছ নামের এক রোহিঙ্গা কক্সবাজার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

গত ২৯ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে মুহিবুল্লাহকে তার নিজ কার্যালয়ে ঢুকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। লম্বাশিয়া ক্যাম্প ওয়ান ওয়েস্টে বাসার সামনে প্রতিদিনের অফিস করছিলেন। ওই সময় একদল লোক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরে অন্যরা দ্রুত উদ্ধার করে পাশের এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুহিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

/এএম/
সম্পর্কিত
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবিমাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ, পরীমনিকে আদালতে হাজির হতে সমন জারি
সর্বশেষ খবর
শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে ঘরের চাল, ফসলের ব্যাপক ক্ষতি
শিলাবৃষ্টিতে ফুটো হয়ে গেছে ঘরের চাল, ফসলের ব্যাপক ক্ষতি
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর থেকে ৬ মাসের শিশুর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার