X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অপহরণের নামে ৮ বছর আত্মগোপনে, অবশেষে কারাগারে বৃদ্ধ

হিলি প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২১, ১৬:১২আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৬:১২

দিনাজপুরের ঘোড়াঘাটে আট বছর ধরে নিখোঁজের নামে আত্মগোপনে থেকে অপহরণ নাটক সাজানোর পর আইমুদ্দিন হোসেন (৬২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জালিয়াতির মামলায় তার দুই বছর সাজা হওয়ায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার দিবাগত রাতে ঘোড়াঘাট থানার পুলিশ মুন্সীগঞ্জের লৌহজং থানার নয়াগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে উপজেলার রুপসীপাড়া (ভেকসি) গ্রামের মৃত কিসমতুল্লাহর ছেলে। ২০১৩ সালের ১৮ মার্চ থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইমুদ্দিন স্বীকার করেছেন, ২০১৩ সালে স্বেচ্ছায় আত্মগোপনের পর ঘোড়াঘাট থেকে পালিয়ে তিনি প্রথমে বগুড়া এবং পরে পাবনা জেলার সাঁথিয়া থানার কাশিনাথপুর এলাকায় দীর্ঘদিন অবস্থান করেন। সেখানে থাকাকালে চর অঞ্চলের কিছু লোকের সঙ্গে তার পরিচয় হয় এবং সেই সূত্রে তিনি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার বাকুটিয়া চরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। সেখানে স্থানীয় এক নারীকে বিয়ে করে তিনি বসবাস করছিলেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির সোমবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘২০১৩ সালে আইমুদ্দিন প্রতিবেশী মোজাহার আলীর কাছে ৪২ শতক জমি বিক্রির জন্য চুক্তি করেন। চুক্তি অনুযায়ী মোজাহার চার লাখ ২০ হাজার টাকা আইমুদ্দিনকে দেন। তবে জমি রেজিস্ট্রি করতে গেলে মোজাহার দেখতে পান কাগজে ৪২ শতকের পরিবর্তে ৩৬ শতক লেখা। এ নিয়ে দু’পক্ষের মাঝে বাকবিতণ্ডা হয়। পরে আইমুদ্দিন কৌশলে ওই জমি ছেলেমেয়ের নামে লিখে দিয়ে আত্মগোপন করেন। পরে তার ছেলে আব্দুল আজিজ মোজাহারকে ফাঁসাতে আদালতে গিয়ে মিথ্যা অপহরণের অভিযোগ এনে মামলা করেন।’

ওসি আরও বলেন, ‘মোজাহার আলী জমি ক্রয়ে জালিয়াতির অভিযোগ এনে যে মামলা করেছিলেন, সেই মামলায় আত্মগোপনে থাকা আইমুদ্দিনের দুই বছর সাজা হয়েছে। তাই তাকে গ্রেফতার করে আজ সোমবার দিনাজপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
নাইজেরিয়ায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কারাগার, পালালো শতাধিক বন্দি
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
ঢামেকে কারাবন্দি হাজতির মৃত্যু
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ