X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৭ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
২৭ অক্টোবর ২০২১, ১৭:১২আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭:৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে আজ এমন দুটি দল মুখোমুখি। যারা আগে কখনই এই ফরম্যাটে একে অপরের বিপক্ষে খেলেনি। সেই ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ব্যাটিংয়ের শুরুটা বড্ড ম্লান ছিল বাংলাদেশের। টস জিতে ব্যাটিং নিলেও ১৮ ওভারে ১০২ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে তারা। ক্রিজে আছেন নুরুল হাসান (১২) ও নাসুম আহমেদ (৩)।

উইকেট ভালো হওয়াতেই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাহমুদউল্লাহ। কিন্তু ব্যাট হাতে ব্যাটাররা তার সিদ্ধান্তের বাস্তবায়ন করতে পারেননি! তিন ওভারের মাঝেই ফিরেছেন দুই ওপেনার। টানা ব্যর্থ লিটন আজ সুযোগ পেলেও ভাগ্য ফেরাতে পারেননি। অথচ মঈনের প্রথম ওভারে দুটি চার মেরে ভালো বার্তাই দিচ্ছিলেন। কিন্তু ব্যর্থতার বৃত্তে আটকে থাকা লিটন সাজঘরে ফেরেন তৃতীয় ওভারেই! মঈনের স্পিনে সুইপ করতে গিয়েছিলেন। ব্যাট-বলে সংযোগ না হওয়ায় টপ এজ হয়ে ধরা পড়েন লিভিংস্টোনের হাতে। পরের বলেও সাফল্য পান ইংলিশ অফস্পিনার। তার স্পিনে মিড অনে বাজে শটে ক্যাচ তুলে দেন নাঈম। এই ওপেনার ফিরেছেন ৫ রানে। লিটন ফেরেন ৯ রানে।  

চাপে পড়ে যাওয়া এই সময়টায় সাকিবও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। অথচ পাওয়ার প্লের এই সময়টাতেই স্কোরবোর্ড ফুলে ফেঁপে ওঠার কথা! এই অলরাউন্ডারকে রশিদের ক্যাচ বানিয়ে রানের রাশ টেনে রাখতে সক্ষম হন ওকস। বাংলাদেশের হতাশার জায়গা হয়ে ওঠা পাওয়ার প্লেতে উঠে ২৭ রান! 

মুশফিক-মাহমুদউল্লাহ মিলে ইনিংস মেরামতে মনোযোগী হয়েছিলেন ঠিকই। কিন্তু ব্যাটিংটা টি-টোয়েন্টি সুলভ ছিল না। এর পরেও ৩৭ রান তুলে শুরুর ধাক্কা সামাল দিয়েছেন তারা। দারুণ সম্ভাবনাময় এই জুটি ভাঙে মুশফিকের বিদায়ে। রিভার্স সুইপ খেলতে গিয়ে অভিজ্ঞ ক্রিকেটার লেগ বিফোরে ফেরেন ৩০ বলে ২৯ রান করে।

চাপ বেড়ে যাওয়ায় পরের ব্যাটাররাও খেই হারিয়ে বসেন। রানের প্রান্ত বদলে ভুল বোঝাবুঝিতে মাত্র ৫ রান করেই ফিরে যান আফিফ। উইকেট পতনের মিছিল তারপরেও অব্যাহত থাকে।  অধিনায়ক মাহমুদউল্লাহও সঙ্গী হারা হয়ে হতোদ্যম হয়ে পড়েন। লিভিংস্টোনের বলে সহজ ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন ১৯ রানে!  তাতে ব্যয় হয়েছে  ২৪ বল। 

শেষ দিকে মেহেদী-নুরুল মিলে কার্যকরী হতে চেয়েছিলেন। কিন্তু তাদের অগ্রযাত্রা থামিয়েছে টাইমাল মিলসের বুদ্ধিদীপ্ত বোলিং! স্কুপ করতে গিয়ে এই ব্যাটার ১১ রানে ফিরেছেন ক্যাচ আউটে।    

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!