X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

পদ্মায় ভাসছে ট্রাক, ডুবতে বসেছে তাদের স্বপ্ন

মানিকগঞ্জ প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২১, ০৩:১১আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ০৩:১১

সংসারে স্বচ্ছলতা আনতে ব্যাংকে জমি মর্টগেজ রেখে ঋণ করে একটি ট্রাক কিনেছিলেন তরুণ ট্রাক মালিক শোয়েব (৩৫)। কিন্তু রো-রো ফেরি আমানত শাহ ডুবে যাওয়ায় তার সেই স্বপ্ন ডুবতে বসেছে। গত দুই দিন ধরে তার স্বপ্নে সিঁড়ি বুনতে কেনা ট্রাকটি পদ্মায় ডুবে আছে। শেষ পর্যন্ত উদ্ধার হলেও কি দিয়ে ট্রাক মেরামত করবেন সেই চিন্তায় বিভোর তিনি। যদিও এখনও এটি উদ্ধার নিয়েই সংশয় রয়েছে তার।

শোয়েব বলেন, তার ট্রাকটি পটুয়াখালী থেকে একটি নিলামের লৌহজাতীয় পণ্য নিয়ে যাওয়ার কথা গাজিপুরে। কিন্তু শেষ পর্যন্ত রাজপথের ট্রাক ডুবে হাবুডুবু খাচ্ছে পদ্মা নদীতে।

তিনি বলেন, ‘আমার যারা ঋণ করে গাড়ি কিনেছি, তাদের কী হবে? সরকার যেন আমাদের সহায়তা করে, পুনর্বাসনের ব্যবস্থা করে।’

দুদিন ধরে পদ্মার তীরে অপেক্ষায় থাকা আরেক তরুণ পরিবহন ব্যবসায়ী সাইদুজ্জামানের চেখে মুখে বিষণ্নতার ছাপ। মাগুরা জেলার সীমাখালী এলাকার এই তরুণকে জীবন-জীবিকার জন্য রীতিমতো সংগ্রাম করতে হতো। পরে পরিবার ও স্বজনদের সহযোগিতায় আর্থিক দৈন্য ঘোচাতে পাড়ি জমান মালয়েশিয়ায়। ১০ বছর প্রবাসে কাটিয়ে কয়েক বছর আগে দেশে ফেরেন। জমানো টাকা আর ব্যাংক ঋণ মিলিয়ে কেনেন একটি ট্রাক। প্রতি মাসে ঋণের কিস্তি জমা দিয়েও ভালোই চলছিল তার সংসার।

বুধবার বেনাপোল থেকে গার্মেন্টেস এর সুতা লোড দিয়ে ঢাকায় যাচ্ছিলেন তার গাড়িচালক শহিদুল ইসলাম। হঠাৎ শহিদুল সকাল ১০টার দিকে ফোন করে জানান, পদ্মা পাড়ি দেওয়ার সময় পাটুরিয়া ৫ নং ঘাটে ট্রাক বহনকারী আমানত শাহ ফেরি ডুবে গেছে। ফেরির সঙ্গে তার গাড়িটিও পদ্মায় তলিয়ে গেছে। এই খবরে ভেঙে চুরমার হয়ে যায় সাইদুজ্জামানের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন।

এই প্রতিবেদকের সঙ্গে বৃহস্পতিবার বিকালে পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটে কথা হয় সাইদুজ্জামানের। বিমর্ষ দৃষ্টিতে তাকিয়ে ছিলেন ডুবে যাওয়া ফেরির দিকে। অপেক্ষায় রয়েছেন কখন ডুবে যাওয়া ফেরির ভেতরে থাকা তার ট্রাকটি উদ্ধার করা হবে।

আক্ষেপের সুরে বলতে থাকেন, ‘এ পর্যন্ত ছয়টি ট্রাক উদ্ধার করা হয়েছে। কিন্তু আমার ট্রাকটি কোথায় আছে তা-ও জানতে পারিনি। ট্রাকের আয় দিয়েই সংসার আর ব্যাংক লোন দিতাম। এখন কী করব, কোথায় যাবো! আমার আর কিছুই রইলো না। যদি ট্রাকটি উদ্ধার করা হয়ও তাহলেও অনেক টাকা ডেমারেজ লাগবে।’

অভিযোগের সুরে তিনি বলেন, উদ্ধারকর্মীরা তার ট্রাকটি কোথায় আছে সেটিও শনাক্ত করতে পারেনি। যে ট্রাকগুলো উদ্ধার করা হয়েছে তা আবার নদীর পাড়ে নদীর পানির মধ্যে রাখা হচ্ছে। এতে ক্ষতি আরও বাড়বে। সরকারের কাছে সহায়তা কামনা করেন তিনি।

ট্রাকচালক শহিদুল ইসলাম বলেন, ফেরিডুবিতে ট্রাক তলিয়ে যাওয়ায় নিজের পরিবার নিয়ে কিভাবে চলবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া