X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

ঘোষণা ছাড়াই ৩৬ টাকার বাস ভাড়া ৫০

আমির হোসেন স্মিথ, নারায়ণগঞ্জ
০৪ নভেম্বর ২০২১, ১৬:৫৯আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ১৭:১৯

ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়েছে সরকার। বুধবার (৩ নভেম্বর) জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের পক্ষ থেকে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের পর বৃহস্পতিবার (৪ নভেম্বর) কোনও ঘোষণা ও সরকারি নির্দেশনা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে যাত্রীবাহী বাসে ভাড়া এক লাফে জনপ্রতি ১৪ টাকা বেশি আদা করছে পরিবহনগুলো।

এ নিয়ে রুটটিতে চলাচল করা তিনটি পরিবহনের কাউন্টারের কর্মচারীদের সঙ্গে দিনভর যাত্রীদের বাগবিতণ্ডা, ঝগড়া ও হাতাহাতির ঘটনাও ঘটেছে। হঠাৎ ভাড়া বাড়ানো নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তবে বাস মালিকরা বলছেন, ডিজেলের দাম বাড়িয়ে দেওয়ায় বাধ্য হয়েই বাস ভাড়া বাড়ানো হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচল করা তিন পরিবহন বন্ধন, উৎসব ও শীতল (এসি) পরিবহনের মালিকরা সকাল থেকে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছেন। উৎসব ও বন্ধন পরিবহনে আগে ভাড়া ছিল জনপ্রতি ৩৬ টাকা। সকাল থেকে জনপ্রতি ১৪ টাকা বাড়িয়ে আদায় করা হচ্ছে ৫০ টাকা। অন্যদিকে, শীতল পরিবহনে জনপ্রতি ভাড়া ছিল ৫৫ টাকা। সেটা বাড়িয়ে আদায় করা হচ্ছে ৬৫ টাকা। তবে একই রুটে চলাচলকারী হিমাচল, অনাবিল, মৌমিতা, আনন্দ পরিবহন আগের ভাড়ায় যাত্রী পরিবহন করছে। এ ছাড়া বিআরটিসি বাস জনপ্রতি নিচ্ছে ৩০ টাকা করে।

ঘোষণা ছাড়াই ৩৬ টাকার বাস ভাড়া ৫০

যাত্রীদের অভিযোগ, ঢাকা-নারায়ণগঞ্জের দূরত্ব হলো ২০ কিলোমিটার। সরকার নির্ধারিত ভাড়ার হিসাব অনুযায়ী তারা এমনিতেই ৪-৫ টাকা বেশি আদায় করে আসছিল এতদিন। বুধবার রাত থেকে সরকার ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করে। কিন্তু বাস মালিকরা কোনও আলাপ-আলোচনা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে।

সরেজমিন দেখা গেছে, লাগামছাড়া বাস ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ বিরাজ করছে যাত্রীদের মাঝে। চাষাড়া বন্ধন বাস কাউন্টারের সামনে যাত্রী লুৎফর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশটা কি মগের মুল্লুক? কোনও নিয়ন্ত্রণ নেই। এক লাফে ভাড়া ১৪ টাকা বাড়ছে, কে নিয়ন্ত্রণ করবে এসব?’ প্রশাসনকে এখনই ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

আরেক যাত্রী রনি বলেন, ‘ডিজেলের দাম বাড়ছে তাই বলে ১৪ টাকা বেশি নিতে হবে? এসবের কী কোনও সমাধান নেই?’ উৎসব পরিবহনের যাত্রী নুর আহমেদ বলেন, ‘বাস ভাড়া একসঙ্গে এত টাকা বাড়ানোর কোনও নজির নেই। আমরা আসলে অসহায়। কে প্রতিবাদ করবে?’

জসিম উদ্দিন নামের আরেক যাত্রী বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বাস মালিক-শ্রমিকদের কাছে নারায়ণগঞ্জের যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। নিজেদের ইচ্ছেমতো তারা ভাড়া নির্ধারণ করে যাত্রীদের কাছ থেকে আদায় করছে।’

কাউন্টারে যাত্রীরা

উৎসব পরিবহনের চাষাড়া কাউন্টারের টিকিট বিক্রেতা নাঈমুর রহমান আদর বলেন, ‘ডিজেলের দাম বাড়ার কারণে কর্তৃপক্ষ আমাদের জনপ্রতি ৫০ টাকা করে ভাড়া আদায়ের নির্দেশ দিয়েছে। আমরা সেই নির্দেশ মোতাবেক ভাড়া আদায় করছি। এ কারণে সকাল থেকে যাত্রীদের সঙ্গে আমাদের চিৎকার, চেঁচামেচি ও বাগবিতণ্ডা করতে হচ্ছে। অনেক যাত্রী আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। জনে জনে যাত্রীদের বোঝাতে গিয়ে আমরাও হাঁপিয়ে উঠছি।’

বন্ধন পরিবহনের মালিক মহসিন মিয়া বলেন, ‘ডিজেলের দাম বাড়ার কারণে বাস ভাড়া বাড়াতে বাধ্য হয়েছি। আগের বছর রুট পারমিটসহ কাগজপত্র নবায়ন করতে লাগতো ৩০ হাজার টাকা। এখন বছরে দিতে হয় ৬০ হাজার টাকা। আগে একটি চাকার দাম ছিল ১৫ থেকে ২০ হাজার টাকা। এখন সেই চাকা কিনতে হয় ২৭ হাজার টাকা করে। রাস্তায় নানা প্রকারের চাঁদা দিয়ে বাস চালাতে হয়। কিন্তু সেই হিসাবে বছর বছর আমাদের ভাড়া বাড়ে না। তাই এবার ডিজেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ভাড়া বাড়িয়েছি।’

তিনি দাবি করেন, ‘এই ভাড়া থাকবে না। সরকারের সঙ্গে আলোচনা করেই নির্ধারণ করা হবে।’

উৎসব পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক মো. কাজল হোসেন বলেন, ‘ডিজেলের দাম বাড়ায় বাস ভাড়া বাড়িয়েছি।’ জনপ্রতি ১৪ টাকা বেশি কেন- এমন প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি তিনি। বলেন, ‘সরকারের সঙ্গে আজ মিটিং আছে। পরে জানা যাবে ভাড়া কত হবে।’

জানা গেছে, লিটারে ১৫ টাকা বাড়িয়ে ডিজেল ও কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করেছে সরকার। লিটারপ্রতি নতুন দাম পড়বে ৮০ টাকা। বুধবার রাত ১২টা থেকে এটি কার্যকর হয়েছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বশেষ খবর
ঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালঘরের মাঠে পিএসজিকে হারিয়ে এগিয়ে থাকলো ডর্টমুন্ড
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
ইজিবাইক ছিনতাইয়ের সময় স্থানীয়দের পিটুনিতে একজনের মৃত্যু
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
মোস্তাফিজের শেষ ম্যাচে চেন্নাইয়ের হার
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!