X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ট্রেন থেকে সিলেটে নেমে ছুরিকাঘাতে শাবি শিক্ষার্থী আহত

শাবি প্রতিনিধি
২১ নভেম্বর ২০২১, ১৩:৪৩আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৩:৪৩

বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সিলেটের আখালিয়া আবাসিক এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী সায়মা আলম। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (২১ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর।

শাবি প্রক্টর বলেন, রবিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে ট্রেনযোগে ওই শিক্ষার্থী সিলেট আসেন। স্টেশনে নামার পর সিএনজি নিয়ে তিনি ক্যাম্পাসে ফিরছিলেন। পথে তপোবন-আখালিয়া আবাসিক এলাকার ফাঁকা জায়গায় মোটরসাইকেলে দুই জন আরোহী তার পথ আটকায়। পরে ছুরি বের করে তার কাছে যা কিছু আছে তা দিয়ে দিতে বলে। ভুক্তভোগী শিক্ষার্থী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে তার বাম পায়ে ছুরি দিয়ে আঘাত করে তার কাছে থাকা ব্যাগ, ল্যাপটপ, মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। ওই শিক্ষার্থীর সন্দেহ, সিলেটে নামার পর থেকেই মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা তাকে ফলো করেছে। 

প্রক্টর আরও বলেন, আমি বিষয়টি জানা মাত্রই তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পায়ে ছোট একটি অপারেশন হয়েছে, তবে বিপদমুক্ত। বিষয়টি আমি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তারা যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।

উল্লেখ্য, সিলেটে শাবি শিক্ষার্থীসহ সাধারণ জনগণের ছিনতাইয়ের শিকার হওয়া নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এমনকি ২০১৮ সালের মার্চ মাসে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মাহিদ আল সালাম। এছাড়া প্রতিনিয়ত সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ছিনতাইয়ের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে। তবে এর কোনও স্থায়ী সমাধান পাচ্ছেন না সিলেটবাসী।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!