X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বেরোবি ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

রংপুর প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২১, ১০:০৬আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১০:০৬

অবশেষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২২ নভেম্বর) বিকালে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তারা বলেন, কেন্দ্রীয় নির্বাহি কমিটির সিদ্ধান্ত মোতাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশিদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান ও সহ-সম্পাদক ওয়াসিম আকরামের কাছে জীবন বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ দিকে কমিটি গঠনের প্রায় পাঁচ বছর পর কমিটি বিলুপ্ত ঘোষণা করায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ নেতা-কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করলেও প্রকাশ্যে মন্তব্য করতে রাজি হননি কেউই।

উল্লেখ্য, ২০১৭ সালের ৪ এপ্রিল তারিখে তুষার কিবরিয়াকে সভাপতি কামরুজ্জামান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। দীর্ঘ প্রায় ৫ বছরেও পুর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি। সাধারণ কর্মীদের অভিযোগ, এ বিষয়ে কেন্দ্রীয় কমিটিও কোনও উদ্যোগ নেয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির এক নেতা জানিয়েছেন পুর্ণাঙ্গ কমিটি গঠন করে একটি তালিকা কেন্দ্রীয় কমিটিতে অনেক আগেই পাঠানো হলেও তা অনুমোদন পায়নি।

এ দিকে দীর্ঘ পাঁচ বছরে ছাত্রলীগের পুর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারা, হল কমিটি গঠনে ব্যর্থতার কারণে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মকাণ্ড ছিল সভাপতি-সম্পাদক ভিত্তিক। তারা ক্যাম্পাসে আসলে ছাত্রলীগের সাধারণ নেতা-কর্মীরা বিভিন্ন কার্যক্রম করতো। গত পাঁচ বছরে বিলুপ্ত কমিটির কার্যক্রম ছিল না বললেই চলে। ইতিমধ্যে বিলুপ্ত কমিটির সভাপতি-সম্পাদকের ছাত্রত্বও শেষ হয়ে গেছে।

কমিটি বিলুপ্ত ঘোষণায় সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর ক্যাম্পাসে সাধারণ কর্মীদের মাঝে নানান জল্পনা কলপনার সৃষ্টি হয়েছে। যেহেতু কেন্দ্রীয় ছাত্র লীগের পক্ষ থেকে নয়া সভাপতি সম্পাদকের বায়োডাটা চাওয়া হয়েছে, সেক্ষেত্রে আবারও সভাপতি-সম্পাদক পদ ঘোষণা করে আগের মতো দুই নেতা ভিত্তিক কমিটি গঠন করার বিপক্ষে সাধারণ কর্মীরা, তারা পুর্ণাঙ্গ কমিটি চান এবার।

সার্বিক বিষয়ে জানতে বিলুপ্ত কমিটির সভাপতি তুষার কিবরিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। সাধারণ সম্পাদক নোবেল শেখের ফোন বন্ধ পাওয়া যায়।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!