X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১
হাইকোর্টে প্রতিবেদন

ইভ্যালির অ্যাকাউন্টে ৩৮শ’ কোটি টাকা লেনদেন, জমা ২ কোটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২১, ২০:৫৩আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ২০:৫৩

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ৩৬ হিসাবে (অ্যাকাউন্টে) গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা লেনদেন হয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট। ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা লেনদেনের মধ্যে অধিকাংশ টাকা অন্যান্য অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এখন প্রায় ২.১৩ কোটি টাকা ইভ্যালির অ্যাকাউন্টে জমা আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে ওই প্রতিবেদন দাখিল করা হয়। পরে আদালত এ বিষয়ে অধিকতর প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি শুনানির দিন নির্ধারণ করেছেন। 

আদালতে রিটকারিদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হুমায়ন কবির পল্লব, মোহাম্মদ শিশির মনির ও আনোয়ারুল ইসলাম বাধন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

ফির‌্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চেয়ারম্যান, এমডি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে ১৩টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৬৭টি হিসাবের আনুষাঙ্গিক দলিলাদি বিশ্লেষণ করা হয়েছে। লেনদেনের বিবরণী থেকে দেখা যায় যে, ইভ্যালি ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে প্রাপ্ত ৩৬টি হিসাবে (সঞ্চয়ী, চলতি) মোট ৩ হাজার ৮৯৮ কোটি টাকা লেনদেন হয়েছে। তার মধ্যে জমা প্রায় ১ হাজার ৯৫৬ কোটি টাকা আর উত্তোলন হয়েছে ১ হাজার ৯৪২ কোটি টাকা।

এর মধ্যে আরও ১০টি হিসাব শনাক্ত হওয়ায় চলতি বছরের ১০ আগস্ট সিআইডির কাছে ৭৭ টি (৬৭ ও ১০) হিসাবের তথ্য পাঠানো হয়েছে। কার কার নামে কখন এসব টাকা উত্তোলন করা হয়েছে তাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পরে রিটকারীদের আইনজীবী জানান, আদালতের আদেশে বাংলাদেশ ব্যাংক, এনবিআর এবং বাণিজ্য মন্ত্রণালয় থেকে লিখিত প্রতিবেদন দেওয়ার জন্য দিন ধার্য ছিল। তবে বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট থেকে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। যেখানে শুধু ইভ্যালির অর্থের হিসাব প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সেখানে তারা দেখেছেন ইভ্যালির মাধ্যমে ৩ হাজার ৮০০ কোটি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে অধিকাংশ টাকাই অন্যান্য অ্যাকাউন্টে ট্রান্সফার করেছে। বর্তমানে মাত্র ২.১৩ কোটি টাকা তাদের অ্যাকাউন্টে রয়েছে। ইভ্যালি ছাড়া অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের তথ্য তারা দাখিল করেননি।

এর আগে সেপ্টেম্বরে পৃথক পৃথক তিনটি রিট দায়ের করেন মো. আনোয়ারুল ইসলাম, মানবাধিকার সংগঠন ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। ওই তিনটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ই-কমার্স প্রতিষ্ঠান থেকে অর্থপাচারের অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট কী পদক্ষেপ নিয়েছে, ই-কর্মাস প্রতিষ্ঠান থেকে ভ্যাট-ট্যাক্স আদায়ে এনবিআরের পলিসি কী এবং ই-কমার্স খাতের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের করা ১৬ সদস্যের কারিগরি কমিটির কার্যপরিধি কী তা জানতে চেয়েছিলেন। 

/বিআই/এমআর/
সম্পর্কিত
ইভ্যালির রাসেলের জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা
ইভ্যালির রাসেল-শামীমার বিচার শুরু
ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের নির্দেশ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা