X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

মতলবে স্বতন্ত্র প্রার্থীর ওপর নৌকার সমর্থকদের হামলার অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১০:৪৮আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১০:৫৯

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শনকালে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল ৯ টায় মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় ভোটগ্রহণে কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টটরা। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারী কেন্দ্র পরিদর্শনে আসেন। কেন্দ্রের প্রবেশদ্বারে আসা মাত্রই হঠাৎ নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফার কয়েকজন সমর্থক তার ওপর হামলা চালান।

এ সময় তারা শারীরিকভাবে লাঞ্ছিতের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন। যদিও দ্রুত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে হাজির হয় র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স। তারা হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেন।

এ বিষয়ে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারী বলেন, সকালে আমি বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসি। এ সময় কাদির গাজী নামে একজনের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকা দেশে আমরা এ ধরনের হামলা প্রত্যাশা করি না। 

এ বিষয়ে ৪ নম্বর বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার রনজিত কুমার বসু জানান, হামলার ঘটনা হলেও পরিস্থিতি স্বাভাবিক আছে। হামলার বিষয়ে ভোটকেন্দ্রে কোনও প্রভাব পড়েনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
রাশিয়া-চীন বাণিজ্য নিয়ে পুতিন-শির বৈঠক
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোলে পাঁচ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপযুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!