X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

টানা ৭ বার ইউপি চেয়ারম্যান মজিবুর

মাদারীপুর সংবাদদাতা
২৯ নভেম্বর ২০২১, ২১:২৫আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২১:৫০

মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নে টানা সপ্তমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান হাওলাদার। ৩৪ বছর ধরে এই ইউপির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তিনি। রবিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে মজিবুর টেবিল ফ্যান প্রতীকে ‍২ হাজার ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সালাম হাওলাদার অটোরিকশা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪৮৯ ভোট।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে ছয়বার নির্বাচিত হয়ে জনমনে স্থান করে নিয়েছেন মজিবুর। ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান হওয়ার পর থেকেই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়নমূলক কাজে হাত দেন তিনি। জেলা সদর থেকে দূরবর্তী এবং যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় শিরখাড়া এলাকাটি চরমপন্থীদের আখড়া হিসেবে পরিচিত ছিল। এখন ওই এলাকা প্রায় চরমপন্থীশূন্যই বলা চলে। উন্নয়ন ও সেবামূলক কাজকর্মের দ্বারাই মজিবুর জনগণের মনে স্থান করে নিয়েছেন। তাই এলাকার জনগণ তাকে বারবার ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করেন।

ওই ইউনিয়নের বাসিন্দা লোকমান হোসেন বলেন, ‘সাতবার মজিবুর চেয়ারম্যান হয়েছেন। তিনি যদি এভাবে দায়িত্ব পালন করেন তাহলে তাকে আমরা আমরণ চেয়ারম্যান হিসেবে চাই। তার নিজের ব্যবসা আছে, টাকা আছে। তিনি নির্বাচন করেন শুধু জনগণের জন্য।’

চেয়ারম্যান মজিবুর রহমান হাওলাদার বলেন, ‘আমি ১৯৮৮ সালে প্রথম চেয়ারম্যান নির্বাচিত হই। প্রায় ৩৪ বছর ধরে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবা করে আসছি। এবারও ইউনিয়নবাসী ভালোবেসে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এলাকার জনগণ আমাকে অনেক সম্মান এবং মর্যাদা দিয়েছেন। তাদের সেবায় মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে নিয়োজিত রাখতে চাই। জনগণের ভালোবাসা ছাড়া এতবার বিজয়ী হওয়া যায় না। তাই তাদের ভালোবাসার মূল্য দিতে আজীবন পাশে থাকবো, ইনশাআল্লাহ।’

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!