X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ান-বসনিয়ান মিশেলে বসুন্ধরার গোল উৎসব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২১, ২১:৩৯আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২১:৩৯

চোটের কারণে গত মৌসুমের শেষ দিকে জ্বলে উঠতে পারেননি রাউল বেসেরা। এই আর্জেন্টাইনের জায়গায় এবার বসনিয়া-হার্জেগোভিনার স্তোইয়ান ভ্রানিসকে দলভুক্ত করেছে বসুন্ধরা কিংস। স্বাধীনতা কাপে অভিষেক ম্যাচেই নিজের জাত চিনিয়েছেন ৩৫ বছর বয়সী তারকা। তার জোড়া লক্ষ্যভেদে বসুন্ধরা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে নৌবাহিনীকে। একটি করে লক্ষ্যভেদ দুই ব্রাজিলিয়ান- জোনাথান ফের্নান্দেস ও রবিনিয়ো এবং এলিটা কিংসলের। অন্যটি আত্মঘাতী।

আজ (মঙ্গলবার) ‘ডি’ গ্রুপে দুই দলের ম্যাচের আড়ালে জাতীয় দলে খেলা বর্তমান ও সাবেকদের পরীক্ষাও হলো। এমনিতে বসুন্ধরায় জাতীয় দলের খেলোয়াড়ের ছড়াছড়ি। এবার তাদের জার্সিতে ইয়াসিন আরাফাত ও ভ্রানিসের অভিষেক হয়েছে। বিপরীতে নৌবাহিনীর ৯ খেলোয়াড়, যাদের লাল-সবুজ জার্সি গায়ে খেলার অভিজ্ঞতা আছে। মামুনুল-রহমত-শহিদুল-সোহেল রানা তাদের অন্যতম।

কিন্তু বসুন্ধরার সামনে পাত্তাই পায়নি সার্ভিসেস দলটি। খরকুটোর মতো উড়ে গেছে। ম্যাচের অধিকাংশ সময় প্রতিপক্ষের মাঠে খেলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। হাইলাইন ডিফেন্স রেখে গোল করার আপ্রাণ চেষ্টা চলেছে। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে দুই ব্রাজিলিয়ানও ছিলেন দুর্দান্ত। শেষ দিকে নেমে কিংসলেও লক্ষ্যভেদ করে নিজের মুন্সিয়ানা দেখিয়েছেন।

যদিও বসুন্ধরার প্রথম গোল পেতে বেশ সময় লেগেছে। ৯ ও ১৮ মিনিটে দুটি গোলের সুযোগ নষ্ট হয় তাদের। অবশেষে ৪১ মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে ফের্নান্দেসের ক্রসে গোলমুখ থেকে হেডে লক্ষ্যভেদ করেন ভ্রানিস। ক্রসটি ক্লিয়ার করতে পারেননি বসনিয়ান ফরোয়ার্ডের সামনে থাকা নৌবাহিনীর তিন ডিফেন্ডার।

দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয়। রবিনিয়োর পাসে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে নিঃস্বার্থভাবে ছোট টোকায় বল বাড়িয়ে দেন মোহাম্মদ ইব্রাহিম। নিখুঁত প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ফের্নান্দেস।

বিরতির পর বসুন্ধরার আক্রমণভাগ আরও ক্ষুরধার। চারটি গোল এসেছে এই অর্ধে। ৬৮ মিনিটে ডান প্রান্ত থেকে ইব্রাহিমের মাপা ক্রসে চলতি বলে বাঁ পায়ের প্লেসিংয়ে দ্বিতীয় গোল পেয়ে যান ভ্রানিস।

এরপর কিংসলে ও ওবায়দুর রহমান নবাব মাঠে নামেন। ৮০ মিনিটে কিংসলে মৌসুমের প্রথম গোলের দেখা পান। বিশ্বনাথের থ্রু থেকে বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে জাল কাঁপান বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া এই স্ট্রাইকার।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ফের্নান্দেসের থ্রু থেকে রবিনিয়ো কোনাকোনি শটে স্কোরলাইন করেন ৫-০। পরের মিনিটে আবারও গোল উদযাপন। এবার হাবিবুর রহমান ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন। তাতে ৬-০ গোলের হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নৌবাহিনীকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
৩ মে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ ডেকেছে ইসলামী আন্দোলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনের কর্মকর্তা সম্মেলন
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
ওলামা দলের আংশিক কমিটি দিয়েছে বিএনপি
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী