X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নির্যাতনের শিকার ব্যক্তিদের তথ্য সহায়তায় ব্র্যাকের নতুন উদ্যোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২১, ২০:১৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ২০:১৮

নির্যাতনের শিকার ব্যক্তিদের তথ্য সহায়তার জন্য নতুন উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি  সংস্থা ব্র্যাক। সংস্থাটি এজন্য ‘সংযোগ’ নামে একটি স্থানীয় পরিষেবা ম্যাপিং ওয়েবসাইট তৈরি করেছে। এতে পাওয়া যাবে চিকিৎসা, আইনি, মনো-সামাজিক ও অন্যান্য সেবাসহ  জরুরি তথ্য।

বিভিন্ন ধরনের নির্যাতন, সহিংসতা, অপমান ও হয়রানির শিকার ব্যক্তিদের সুরক্ষা প্রদানের জন্য সরকারি ও বেসরকারিভাবে যেসব স্থানীয় পরিষেবা প্রদান করা হয়, সেগুলোর আট ধরনের সেবা সংক্রান্ত তথ্য নিয়ে ‘সংযোগ’ নামে এই  ওয়েবসাইট চালু করেছে ব্র্যাক।

বৃহস্পতিবার (ডিসেম্বর ২) সকালে ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে  ওয়েবসাইটটি উন্মুক্ত করা হয়। 

দেশের আটটি বিভাগের ৬১টি জেলার ৪৩৫টি উপজেলার সেবা সংবলিত তথ্য ওয়েবসাইটে প্রদান করবে ব্র্যাক।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত। বিশেষ অতিথি ছিলেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার উপ-পরিচালক মো. হাবিবুর রহমান চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন— ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং সোশ্যাল কমপ্লায়েন্স ও সেইফগার্ডিং-এর পরিচালক জেনেফা জব্বার।

এই পরিষেবা ম্যাপিং ওয়েবসাইটে রয়েছে— চিকিৎসা বা স্বাস্থ্যসেবা আইন-বিষয়ক সেবা, মনো-সামাজিক সেবা, নিরাপদ, আবাসস্থল, থানা-পুলিশ বিষয়ক সেবা ও অন্যান্য সহায়তা নিয়ে জরুরি তথ্য, যা নির্যাতন ও হয়রানির শিকার ভুক্তভোগীদের সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে বিভিন্ন জেলায় যে সকল লিগ্যাল এইড অফিস কাজ করছে, তার তালিকা সহসাই এই ওয়েবসাইটে সন্নিবেশিত করার বিষয়ে আশ্বস্ত করেন সংস্থাটির উপ পরিচালক মো. হাবিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘এই উদ্যোগ সফল করতে নির্যাতনের শিকার ব্যক্তিদের নিয়ে কাজ করা সংস্থাগুলোকে এক ছাতার নিচে কাজ করতে হবে।’

ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, ‘এই উদ্যোগের সফলতা তখনই হবে, যখন মানুষ এখান থেকে আপডেটেড তথ্য পাবে। তবে ব্র্যাকের একার পক্ষে এই ওয়েবসাইটে তথ্য আপডেট করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন হবে সকলের সহযোগিতা।’ তাই এই উদ্যোগকে ব্র্যাকের একক উদ্যোগ হিসেবে না দেখে যার যার অবস্থানে থেকে অশীদারিত্বের মাধ্যমে সকলকে এই উদ্যোগ সফল করার আহ্বান জানান তিনি।

সোশ্যাল কমপ্লায়েন্স ও সেইফগার্ডিং-এর পরিচালক জেনেফা জব্বার বলেন, ‘এই ওয়েবসাইটের মাধ্যমে সেবাগ্রহীতার সঙ্গে সেবা প্রদানকারীর সংযোগ এবং রেফারেল ব্যবস্থা সম্প্রসারণ করতে জাতীয় এবং স্থানীয় পর্যায়ে সরকার এবং বেসরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করবে ব্র্যাক।’

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
ব্র্যাক বিশ্ববিদ্যালয় ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি তিলোত্তমা ও সম্পাদক তাফসির
‘শরীফা’ গল্পে বিভ্রান্তি থাকলে পরিবর্তন আনা হবে: শিক্ষামন্ত্রী
ব্র্যাক মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৫ সাংবাদিক
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!